ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

উ. কোরিয়া সম্ভবত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে : জাপান

  • আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : একটি দূরপাল্লার ব্যালিস্টিকসহ তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান সরকার সন্দেহ করছে, এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে। উ. কোরিয়ার প্রতিবেশী দেশ দ. কোরিয়া বৃহস্পতিবার সকালে জানিয়েছে, পিয়ংইয়ং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর আগে বুধবার উ. কোরিয়া অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়ে। দ. কোরীয় প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এ ঘটনাকে ‘ভূখ-গত সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনটি নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয় সিউল। এর মধ্যেই বৃহস্পতিবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় কোরীয় উপদ্বীপসহ পুরো অঞ্চলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, উ. কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার ইঙ্গিত পেয়ে বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলীয় নাগরিকদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকতে জরুরি সতর্কতা জারি করে জাপান সরকার। সবাইকে সাময়িক সময়ের জন্য ঘরে থাকার অনুরোধ জানানো হয়। প্রথমে টোকিও জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে গেছে কিন্তু তা প্রত্যাখ্যান করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা। তিনি বলেন, এটি জাপানি দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারেনি। এমনকি জাপান সাগরের ওপর দিয়ে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানান। সকালে দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ফোনালাপের সময় একে দুঃখজনক বলে অ্যাখ্যায়িত করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

উ. কোরিয়া সম্ভবত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে : জাপান

আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : একটি দূরপাল্লার ব্যালিস্টিকসহ তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান সরকার সন্দেহ করছে, এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে। উ. কোরিয়ার প্রতিবেশী দেশ দ. কোরিয়া বৃহস্পতিবার সকালে জানিয়েছে, পিয়ংইয়ং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর আগে বুধবার উ. কোরিয়া অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়ে। দ. কোরীয় প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এ ঘটনাকে ‘ভূখ-গত সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনটি নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয় সিউল। এর মধ্যেই বৃহস্পতিবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় কোরীয় উপদ্বীপসহ পুরো অঞ্চলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, উ. কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার ইঙ্গিত পেয়ে বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলীয় নাগরিকদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকতে জরুরি সতর্কতা জারি করে জাপান সরকার। সবাইকে সাময়িক সময়ের জন্য ঘরে থাকার অনুরোধ জানানো হয়। প্রথমে টোকিও জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে গেছে কিন্তু তা প্রত্যাখ্যান করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা। তিনি বলেন, এটি জাপানি দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারেনি। এমনকি জাপান সাগরের ওপর দিয়ে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানান। সকালে দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ফোনালাপের সময় একে দুঃখজনক বলে অ্যাখ্যায়িত করেছেন।