ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: পূর্ববর্তী সরকারের জ্বালানি ক্রয় সংক্রান্ত চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন। তিনি বলেন, উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানির, বিশেষ করে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হল-৫ পুষ্পাঞ্জলিতে অনুষ্ঠিত ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন মূল্যে সৌরবিদ্যুৎ ক্রয় করা উচিত। আকিজ গ্রুপের গ্যাসের পরিবর্তে আরইবি বিদ্যুৎ ব্যবহারের জন্য সৌরবিদ্যুতে বিনিয়োগের করে। সেখানে তাদের মোট জ্বালানির ৫০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা করছে। এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না, উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যেকোনোভাবে স্থির খরচ হ্রাস করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক এম ডি হাফিজুর রহমান বলেন, এই ধরনের বাণিজ্য মেলা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পের জন্য দিক নির্দেশনা চেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, এই খাতে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা রপ্তানিমুখী শিল্পের জন্য ১০০ শতাংশ নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছে। তিনি আরও বলেন, সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারবো। কোনো বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না।

ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনের পরিচালক আকাই লিন এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান অনুষ্ঠানে বক্তব্য দেন। মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১১০০ এরও অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে। আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার থাকবে। পাশাপাশি ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে ডিটিজি ফ্যাশন শো থাকবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: পূর্ববর্তী সরকারের জ্বালানি ক্রয় সংক্রান্ত চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন। তিনি বলেন, উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানির, বিশেষ করে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হল-৫ পুষ্পাঞ্জলিতে অনুষ্ঠিত ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন মূল্যে সৌরবিদ্যুৎ ক্রয় করা উচিত। আকিজ গ্রুপের গ্যাসের পরিবর্তে আরইবি বিদ্যুৎ ব্যবহারের জন্য সৌরবিদ্যুতে বিনিয়োগের করে। সেখানে তাদের মোট জ্বালানির ৫০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা করছে। এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না, উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যেকোনোভাবে স্থির খরচ হ্রাস করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক এম ডি হাফিজুর রহমান বলেন, এই ধরনের বাণিজ্য মেলা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পের জন্য দিক নির্দেশনা চেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, এই খাতে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা রপ্তানিমুখী শিল্পের জন্য ১০০ শতাংশ নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছে। তিনি আরও বলেন, সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারবো। কোনো বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না।

ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনের পরিচালক আকাই লিন এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান অনুষ্ঠানে বক্তব্য দেন। মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১১০০ এরও অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে। আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার থাকবে। পাশাপাশি ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে ডিটিজি ফ্যাশন শো থাকবে।