ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

উৎপাদনের এক বছর আগেই বাজারে পাউরুটি

  • আপডেট সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অভিযানকালে শহরের একটি বেকারিতে দেখা যায়, পাউরুটি উৎপাদনের তারিখ সাত সেপ্টেম্বর ২০২২ সাল লেখা। এ ঘটনায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দিনাজপুর শহরের পুলহাট এলাকায় অবস্থিত মা বেকারির কারখানা থেকে পাউরুটির মেয়াদ ‘২০২২ সালের ৭ সেপ্টম্বর’ উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়িতে অবস্থিত শহরের দিলশাদ হোটলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় মিষ্টির সিরায় মৌমাছি ও দই তৈরির জায়গায় বিড়ালের বিচরণ উপস্থিত পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত দিলশাদ হোটেলের মালিক মাজেদর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এছাড়া শহরের ৩নং উপশহর এলাকার উৎসব বেকারিকে ১০ হাজার টাকা এবং খোদমাধবপুর এলাকায় একটি মুড়ির মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জেহাদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উৎপাদনের এক বছর আগেই বাজারে পাউরুটি

আপডেট সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অভিযানকালে শহরের একটি বেকারিতে দেখা যায়, পাউরুটি উৎপাদনের তারিখ সাত সেপ্টেম্বর ২০২২ সাল লেখা। এ ঘটনায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দিনাজপুর শহরের পুলহাট এলাকায় অবস্থিত মা বেকারির কারখানা থেকে পাউরুটির মেয়াদ ‘২০২২ সালের ৭ সেপ্টম্বর’ উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়িতে অবস্থিত শহরের দিলশাদ হোটলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় মিষ্টির সিরায় মৌমাছি ও দই তৈরির জায়গায় বিড়ালের বিচরণ উপস্থিত পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত দিলশাদ হোটেলের মালিক মাজেদর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এছাড়া শহরের ৩নং উপশহর এলাকার উৎসব বেকারিকে ১০ হাজার টাকা এবং খোদমাধবপুর এলাকায় একটি মুড়ির মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জেহাদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।