সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নির্বাচনি অফিসে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এতথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ইউপির ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম হিরো জানান, স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর জামায়াত-বিএনপির লোকজন সঙ্গে নিয়ে রাতে তার নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর এসব ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমাকে হয়রানি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থক জড়িত নয়।’
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লাপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে হামলার অভিযোগ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ