ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

উপস্থাপনায় ফিরছেন তাহসান

  • আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। এ বিষয়ে তাহসান খান গণমাধ্যমকে জানান, তিনি ফ্যামিলি গেম শোতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। যেখানে পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন দর্শকরা। দর্শকদের একটি সফল আয়োজন দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেতা।
জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো ‘ফ্যামিলি ফিউড’ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান করে আসছে। বাংলাদেশেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আয়োজনটি পরিচালিত হবে বলে জানা গেছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুইটি পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমত আয়োজকরা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। এরপর জরিপে পাওয়া উত্তরগুলোর উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন হয়। দুইটি পরিবারের মাঝে যে পরিবার প্রথমে ৩০০ পয়েন্ট সংগ্রহ করে তাদেরকে বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়। ‘ফ্যামিলি ফিউড’ গেম শো-টি ১৯৭৬ সালে প্রথম পথচলা শুরু করেছিলেন। ১৯৬৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অনুষ্ঠানটি এবিসি এবং সিন্ডিকেশনে সম্প্রচারিত হয়েছিল। যার হোস্ট হিসেবে ছিলেন রিচার্ড ডসন। অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টির পাশাপাশি পরিবারিক সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উপস্থাপনায় ফিরছেন তাহসান

আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

বিনোদন ডেস্ক: বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। এ বিষয়ে তাহসান খান গণমাধ্যমকে জানান, তিনি ফ্যামিলি গেম শোতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। যেখানে পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন দর্শকরা। দর্শকদের একটি সফল আয়োজন দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেতা।
জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো ‘ফ্যামিলি ফিউড’ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান করে আসছে। বাংলাদেশেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আয়োজনটি পরিচালিত হবে বলে জানা গেছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুইটি পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমত আয়োজকরা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। এরপর জরিপে পাওয়া উত্তরগুলোর উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন হয়। দুইটি পরিবারের মাঝে যে পরিবার প্রথমে ৩০০ পয়েন্ট সংগ্রহ করে তাদেরকে বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়। ‘ফ্যামিলি ফিউড’ গেম শো-টি ১৯৭৬ সালে প্রথম পথচলা শুরু করেছিলেন। ১৯৬৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অনুষ্ঠানটি এবিসি এবং সিন্ডিকেশনে সম্প্রচারিত হয়েছিল। যার হোস্ট হিসেবে ছিলেন রিচার্ড ডসন। অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টির পাশাপাশি পরিবারিক সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেয়।