কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি নেতা মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া রয়েছে। গতকাল শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ধুলজুরী গ্রামের শামছুদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো। বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান জানান, তার অনেক কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি ছিল। এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। তাই মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া রয়েছে। তবে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম বলেন, দলীয় চিঠি এখনো পাইনি।