সুজাউদ্দৌলা সুজন : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সকাল থেকে হরতাল পালন করেছে চেয়ারম্যানের কর্মী সমর্থক ও স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে। হরতালের কারণে মাদারগঞ্জে সব ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আন্দোলনকারীরা জানায়, স্থানীয় সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ এজাহার নামীয় আসামী না থাকা সত্ত্বেও পুলিশের অধিকতর তদন্তে সম্পূরক চার্জশিটে তাকে মামলায় অভিযুক্ত করা হয়। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত ৩০ জুন তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়। সোমবার জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মাদারগঞ্জ উপজেলা। রাতেই উপজেলা চেয়ারম্যানের নেতাকর্মী ও সমর্থকরা জরুরী সভা ডেকে মাদারগঞ্জে হরতালসহ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের নানা কর্মসূচি ঘোষণা করেন।