ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বল্পোন্নত থেকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যা ভবন ও শশিভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকার যে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছে, সেখানে দল-মত নির্বিশেষে সবাইকেই সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবায় আমরা বিএনপির মতো স্বার্থপর হয়নি। তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন, যদি বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের মতো কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিবে, বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা বন্ধ করে দিবে, জামায়াত ও জঙ্গিবাদের উত্থান হবে। দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। উন্নয়ন সমাবেশে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জান প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বল্পোন্নত থেকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যা ভবন ও শশিভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকার যে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছে, সেখানে দল-মত নির্বিশেষে সবাইকেই সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবায় আমরা বিএনপির মতো স্বার্থপর হয়নি। তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন, যদি বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের মতো কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিবে, বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা বন্ধ করে দিবে, জামায়াত ও জঙ্গিবাদের উত্থান হবে। দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। উন্নয়ন সমাবেশে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জান প্রমুখ।