ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

উত্থানের মুখ দেখল পুঁজিবাজার

  • আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস গতকাল মঙ্গলবারও পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা পাঁচ কর্মদিবস পর সোম ও মঙ্গলবার (২৭ ও ২৮ফেব্রুয়ারি) টানা দুই দিন দেশের পুঁজিবাজারে উত্থান হলো। ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ছয় কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭ টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিকস, রয়েল টিউলিপ সি পার্ল, সোনালী পেপার, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪০টির ও ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্থানের মুখ দেখল পুঁজিবাজার

আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস গতকাল মঙ্গলবারও পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা পাঁচ কর্মদিবস পর সোম ও মঙ্গলবার (২৭ ও ২৮ফেব্রুয়ারি) টানা দুই দিন দেশের পুঁজিবাজারে উত্থান হলো। ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ছয় কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭ টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিকস, রয়েল টিউলিপ সি পার্ল, সোনালী পেপার, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪০টির ও ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।