নিজস্ব প্রতিবেদক: শীর্ষ পদে আসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা এবং এক পর্যায়ে হাতাহাতি- এমন পরিস্থিতির মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা একদল শিক্ষার্থীর নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র আবু বাকের মজুমদার।
আর সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হয়েছেন সমাজকল্যাণ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের।
তারা দুজনই বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং নাহিদ ইসলাম-আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তির’ সাবেক নেতা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দলটি আত্মপ্রকাশ করার কথা থাকলেও বিকাল ৪টা থেকে এক ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
এক পর্যায়ে বিকাল সোয়া ৫টায় সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার।
‘শিক্ষা-ঐক্য-মুক্তি; স্লোগান নিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ চার নেতৃত্বসহ ছয়জন করে নাম ঘোষণা করেন তিনি।
কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে আবু বাকের মজুমদারের সঙ্গে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।
কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের প্রধান ছিলেন।
আর মুখ্য সংগঠক তাহমিস আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্বদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আর মুখপাত্র আশরেফা খাতুনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আহ্বায়ক আব্দুল কাদের ছাড়াও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।
এই কমিটির সদস্য সচিব মাহির আলম গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।
মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আর মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে সদস্যদের নামও চূড়ান্ত করা হয়েছে, যা দ্রুতই প্রকাশ করা হবে।