ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

উত্তেজনা বাড়ালো ‘ডেসপিকেবল মি ফোর’র ট্রেলার

  • আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘ডেসপিকেবল মি ফোর’ এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে ‘গ্রু’-কে। আছে লুসি ও মিনিয়নরাও। এই কিস্তিতে দেখা যাবে কিছু নতুন মুখ। তার মাঝে গ্রু এবং লুসির শিশু পুত্র গ্রু জুনিয়র অন্যতম! ৩ জুলাই মুক্তি পাবে অ্যানিমেটেড কমেডি ‘ডেসপিকেবল মি ফোর’। ইউনিভার্সালের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি দেখার জন্য তর সইছে না ভক্তদের। ট্রেলার এই উত্তেজনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। ‘গ্রু’ ছিল সুপারভিলেন, তবে সে ভালো হয়ে গিয়েছে এবং পরিবার পেয়েছে। ‘গ্রু’-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের এবং পিয়েরে কফিন। ‘ডেসপিকেবল মি’ সিরিজের মিনিয়নদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ‘গ্রু’য়ের অনুচর মিনিয়নের দল, যারা যেকোনো কাজ করতে গেলেই তালগোল পাকিয়ে মজার মজার সব ঘটনার জন্ম দেয়। ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায়। ২০১৩ তে মুক্তি পেয়ে সিরিজের দ্বিতীয় ছবি। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা বাড়ালো ‘ডেসপিকেবল মি ফোর’র ট্রেলার

আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ‘ডেসপিকেবল মি ফোর’ এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে ‘গ্রু’-কে। আছে লুসি ও মিনিয়নরাও। এই কিস্তিতে দেখা যাবে কিছু নতুন মুখ। তার মাঝে গ্রু এবং লুসির শিশু পুত্র গ্রু জুনিয়র অন্যতম! ৩ জুলাই মুক্তি পাবে অ্যানিমেটেড কমেডি ‘ডেসপিকেবল মি ফোর’। ইউনিভার্সালের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি দেখার জন্য তর সইছে না ভক্তদের। ট্রেলার এই উত্তেজনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। ‘গ্রু’ ছিল সুপারভিলেন, তবে সে ভালো হয়ে গিয়েছে এবং পরিবার পেয়েছে। ‘গ্রু’-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের এবং পিয়েরে কফিন। ‘ডেসপিকেবল মি’ সিরিজের মিনিয়নদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ‘গ্রু’য়ের অনুচর মিনিয়নের দল, যারা যেকোনো কাজ করতে গেলেই তালগোল পাকিয়ে মজার মজার সব ঘটনার জন্ম দেয়। ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায়। ২০১৩ তে মুক্তি পেয়ে সিরিজের দ্বিতীয় ছবি। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে।