ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

উত্তর সিরিয়ায় কুর্দি-তুর্কি সমর্থিত বাহিনীর সংঘাতে নিহত শতাধিক

  • আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : সিরিয়ার কুর্দি বাহিনীর সঙ্গে তুরস্ক-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লড়াইয়ে উভয় পক্ষের শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই দিনে দেশটির উত্তরাঞ্চলে চলমান সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। সংস্থাটি বলেছে, সিরিয়ার মানবিজ শহরের আশপাশের কয়েকটি গ্রামে শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য ও কুর্দি-সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ১৬ সদস্য রয়েছেন। আসাদের পতনের পর উত্তর সিরিয়ায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ এবং তাল রিফাত শহরের দখল নিয়ে নিয়েছে। বর্তমানে তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কায় যাওয়ার আগে কোবানে এবং তাবকা শহরের দখল নেওয়ার পরিকল্পনা করছে। ২০১১ সাল থেকে এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা এবং পূর্বে দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে আসছে। কুর্দিরা সেখানে স্বায়ত্তশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করেছে। তাছাড়া ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে দখল ছিনিয়ে নেওয়ার পর রাক্কাসহ ওই অঞ্চলের বেশিরভাগের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দিরা।

গোষ্ঠীটি মার্কিন সমর্থনও পেয়ে আসছে। আঙ্কারা এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অনুসারী বলে মনে করে; যারা দক্ষিণ-পূর্ব তুরস্কে এক দশক ধরে বিদ্রোহ করছে। তুরস্কের সরকার এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর সিরিয়ায় কুর্দি-তুর্কি সমর্থিত বাহিনীর সংঘাতে নিহত শতাধিক

আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : সিরিয়ার কুর্দি বাহিনীর সঙ্গে তুরস্ক-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লড়াইয়ে উভয় পক্ষের শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই দিনে দেশটির উত্তরাঞ্চলে চলমান সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। সংস্থাটি বলেছে, সিরিয়ার মানবিজ শহরের আশপাশের কয়েকটি গ্রামে শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য ও কুর্দি-সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ১৬ সদস্য রয়েছেন। আসাদের পতনের পর উত্তর সিরিয়ায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ এবং তাল রিফাত শহরের দখল নিয়ে নিয়েছে। বর্তমানে তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কায় যাওয়ার আগে কোবানে এবং তাবকা শহরের দখল নেওয়ার পরিকল্পনা করছে। ২০১১ সাল থেকে এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা এবং পূর্বে দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে আসছে। কুর্দিরা সেখানে স্বায়ত্তশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করেছে। তাছাড়া ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে দখল ছিনিয়ে নেওয়ার পর রাক্কাসহ ওই অঞ্চলের বেশিরভাগের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দিরা।

গোষ্ঠীটি মার্কিন সমর্থনও পেয়ে আসছে। আঙ্কারা এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অনুসারী বলে মনে করে; যারা দক্ষিণ-পূর্ব তুরস্কে এক দশক ধরে বিদ্রোহ করছে। তুরস্কের সরকার এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।