ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

উত্তর ভারতে ২১টি শহরের তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে

  • আপডেট সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতের পাঁচটি রাজ্যের ২১টি শহরের তাপমাত্রা গতকাল সোমবার (৭ এপ্রিল) ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামী তিন দিন তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশার বিভিন্ন শহরে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। উত্তর ভারতের বিভিন্ন শহরে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৬.৯ ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বাতাসের গতিবেগ কমে যাওয়াও গরম বাড়ার একটি বড় কারণ। ভারতে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা প্রাণিদের। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

সকাল বেলায় প্রধানত দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গড় গতি থাকবে ঘণ্টায় ৮-১০ কিমি। পরে তা ধীরে ধীরে কমে যাবে এবং দুপুরে বাতাসের গতি ঘণ্টায় ৪-৬ কিমি হবে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ও রাতে বাতাসের গতি আবার বাড়বে, তবে তা ৮ কিমি প্রতি ঘণ্টার নিচেই থাকবে। রাজস্থানের বারমেরে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। রবিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রথম সপ্তাহে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এটি স্বাভাবিকের চেয়ে ৬.৮ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে গুজরাটের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের কিছু স্থানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। একই সময়ে রাজস্থানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাছাড়া হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায়ও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

উত্তর ভারতে ২১টি শহরের তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে

আপডেট সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ভারতের পাঁচটি রাজ্যের ২১টি শহরের তাপমাত্রা গতকাল সোমবার (৭ এপ্রিল) ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামী তিন দিন তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশার বিভিন্ন শহরে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। উত্তর ভারতের বিভিন্ন শহরে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৬.৯ ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বাতাসের গতিবেগ কমে যাওয়াও গরম বাড়ার একটি বড় কারণ। ভারতে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা প্রাণিদের। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

সকাল বেলায় প্রধানত দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গড় গতি থাকবে ঘণ্টায় ৮-১০ কিমি। পরে তা ধীরে ধীরে কমে যাবে এবং দুপুরে বাতাসের গতি ঘণ্টায় ৪-৬ কিমি হবে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ও রাতে বাতাসের গতি আবার বাড়বে, তবে তা ৮ কিমি প্রতি ঘণ্টার নিচেই থাকবে। রাজস্থানের বারমেরে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। রবিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রথম সপ্তাহে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এটি স্বাভাবিকের চেয়ে ৬.৮ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে গুজরাটের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের কিছু স্থানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। একই সময়ে রাজস্থানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাছাড়া হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায়ও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।