ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক মাসের মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, উত্তর কোরিয়ার ছয় নাগরিক, রাশিয়ার এক নাগরিক এবং রাশিয়ার একটি প্রতিষ্ঠান। এই রুশ প্রতিষ্ঠানটি পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির জন্য চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অগ্রগতি ও অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধ করা এ পদক্ষেপের উদ্দেশ্য। যে ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এটি করতে গেলে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটির ১৫ সদস্যের সম্মতি লাগবে। ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাইডেন প্রশাসন উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে সংলাপে বসাতে চাইলেও সফল হয়নি। তবে এরপরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, উত্তর কোরিয়াকে রাজী করাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক দিনগুলিতে যা দেখেছি …আমরা যদি অগ্রগতি চাই তবে আমাদের সেই সংলাপে সম্পৃক্ত থাকতে হবে।’

০৩

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক মাসের মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, উত্তর কোরিয়ার ছয় নাগরিক, রাশিয়ার এক নাগরিক এবং রাশিয়ার একটি প্রতিষ্ঠান। এই রুশ প্রতিষ্ঠানটি পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির জন্য চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অগ্রগতি ও অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধ করা এ পদক্ষেপের উদ্দেশ্য। যে ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এটি করতে গেলে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটির ১৫ সদস্যের সম্মতি লাগবে। ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাইডেন প্রশাসন উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে সংলাপে বসাতে চাইলেও সফল হয়নি। তবে এরপরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, উত্তর কোরিয়াকে রাজী করাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক দিনগুলিতে যা দেখেছি …আমরা যদি অগ্রগতি চাই তবে আমাদের সেই সংলাপে সম্পৃক্ত থাকতে হবে।’

০৩