ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র!

  • আপডেট সময় : ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে দ্রুত পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল বুধবার জানায়, কিম একটি নতুন যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং সেখানেই এই নির্দেশ দেন। পিয়ংইয়ং সম্প্রতি ‘চোয়ে হিয়ন’ নামের ৫০০০ টনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উন্মোচন করে। বিশ্লেষকদের মতে, জাহাজটিতে স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্ত থাকতে পারে। দুই দিনের এই অস্ত্র পরীক্ষার প্রথম দিনে কিম উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কেসিএনএ। পরে তিনি কর্মকর্তাদের উদ্দেশে নৌবাহিনীকে পারমাণবিকায়নে গতি আনার নির্দেশ দেন।

পিয়ংইয়ং থেকে এএফপি জানায়, পূর্ব ঘোষণায় উত্তর কোরিয়া দাবি করেছিল, এই জাহাজে ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ সংযুক্ত রয়েছে এবং এটি আগামী বছর কার্যক্রম শুরু করবে। বিশ্লেষকদের ধারণা, জাহাজটি ভূমি ও আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মঙ্গলবারের পরীক্ষায় ‘জাহাজ থেকে জাহাজে নিক্ষেপযোগ্য কৌশলগত নির্দেশিত অস্ত্র’, বিভিন্ন স্বয়ংক্রিয় কামান, ধোঁয়া ও বৈদ্যুতিক বিঘ্নকারী বন্দুক পরীক্ষা করা হয় বলে জানিয়েছে কেসিএনএ। আগের দিন সোমবার পরীক্ষা করা হয় শব্দের গতি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ১২৭ মিমি স্বয়ংক্রিয় কামান। কিম বলেন, উত্তর কোরিয়ার জাহাজভিত্তিক আঘাত ক্ষমতা বর্তমানে শব্দের চেয়ে বেশি গতি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’সহ সর্বোচ্চ শক্তির অস্ত্রের সঙ্গে কার্যকরভাবে একত্রিত হয়েছে।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে উত্তর কোরিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ ও অস্ত্র উন্নয়নের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছে। এ ঘোষণা এমন এক সময় এলো, যখন উত্তর কোরিয়া সম্প্রতি প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় সেনা পাঠিয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও শনিবার জানানো হয়, ইউক্রেনীয় বাহিনীর একটি ইউনিট ধ্বংসে ‘উত্তর কোরীয় সেনাদের গুরুত্বপূর্ণ অবদান’ রয়েছে। এদিকে ওয়াশিংটন ও সিউল যৌথ সামরিক মহড়া এবং মার্কিন কৌশলগত সম্পদের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করেছে। উত্তর কোরিয়া নিজেকে বহুবার ‘অপরিবর্তনীয় পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়াকে ‘আক্রমণের প্রস্তুতি’ বলে নিন্দা জানিয়ে আসছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র!

আপডেট সময় : ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে দ্রুত পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল বুধবার জানায়, কিম একটি নতুন যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং সেখানেই এই নির্দেশ দেন। পিয়ংইয়ং সম্প্রতি ‘চোয়ে হিয়ন’ নামের ৫০০০ টনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উন্মোচন করে। বিশ্লেষকদের মতে, জাহাজটিতে স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্ত থাকতে পারে। দুই দিনের এই অস্ত্র পরীক্ষার প্রথম দিনে কিম উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কেসিএনএ। পরে তিনি কর্মকর্তাদের উদ্দেশে নৌবাহিনীকে পারমাণবিকায়নে গতি আনার নির্দেশ দেন।

পিয়ংইয়ং থেকে এএফপি জানায়, পূর্ব ঘোষণায় উত্তর কোরিয়া দাবি করেছিল, এই জাহাজে ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ সংযুক্ত রয়েছে এবং এটি আগামী বছর কার্যক্রম শুরু করবে। বিশ্লেষকদের ধারণা, জাহাজটি ভূমি ও আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মঙ্গলবারের পরীক্ষায় ‘জাহাজ থেকে জাহাজে নিক্ষেপযোগ্য কৌশলগত নির্দেশিত অস্ত্র’, বিভিন্ন স্বয়ংক্রিয় কামান, ধোঁয়া ও বৈদ্যুতিক বিঘ্নকারী বন্দুক পরীক্ষা করা হয় বলে জানিয়েছে কেসিএনএ। আগের দিন সোমবার পরীক্ষা করা হয় শব্দের গতি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ১২৭ মিমি স্বয়ংক্রিয় কামান। কিম বলেন, উত্তর কোরিয়ার জাহাজভিত্তিক আঘাত ক্ষমতা বর্তমানে শব্দের চেয়ে বেশি গতি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’সহ সর্বোচ্চ শক্তির অস্ত্রের সঙ্গে কার্যকরভাবে একত্রিত হয়েছে।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে উত্তর কোরিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ ও অস্ত্র উন্নয়নের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছে। এ ঘোষণা এমন এক সময় এলো, যখন উত্তর কোরিয়া সম্প্রতি প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় সেনা পাঠিয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও শনিবার জানানো হয়, ইউক্রেনীয় বাহিনীর একটি ইউনিট ধ্বংসে ‘উত্তর কোরীয় সেনাদের গুরুত্বপূর্ণ অবদান’ রয়েছে। এদিকে ওয়াশিংটন ও সিউল যৌথ সামরিক মহড়া এবং মার্কিন কৌশলগত সম্পদের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করেছে। উত্তর কোরিয়া নিজেকে বহুবার ‘অপরিবর্তনীয় পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়াকে ‘আক্রমণের প্রস্তুতি’ বলে নিন্দা জানিয়ে আসছে।