নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক বাংলাদেশ লিমিটেড নামের একটি খেলনা তৈরির কারখানায় মেশিন বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, লিটন চন্দ্র রায়, গজেন্দ্র নাথ রায়, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইপিজেডের কয়েকজন শ্রমিক জানান, কয়েক দিন আগে একই কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আহত অবস্থায় মারা যান। এ জন্য দুর্বল অগ্নিনির্বাপন ব্যবস্থাকে দায়ি করছেন শ্রমিকরা।
ঘটনার পর কারখানা মালিকপক্ষের অবহেলা ও শাস্তির দাবিতে ইপিজেডের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ইপিজেড এলাকায় সাংবাদিক প্রবেশে বাধা দিচ্ছেন বেপজার নিরাপত্তারক্ষীরা। উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল জব্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, ইপিজেডের একটি কারখানায় মেশিন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, গত ৬ এপ্রিল উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় ড্রায়ার মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তারা মারা যান। সনিক হংকংভিত্তিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে উত্তরা ইপিজেডে খেলনা ও পুতুল তৈরির কাজ করে আসছে।