নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুই পোশাক কারখানার শ্রমিকরা।
গতকাল সোমবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ টিয়ারশেল মেরে জসীমউদ্দিন-আজমপুর সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তাপস কুমার সাহা জানান, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের ‘ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড’ এবং ‘ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড’ নামে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক জসীমউদ্দীন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
তাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কিছু শ্রমিক ইট নিয়ে যানবাহনের দিকে ছুঁড়ছিল আর গাড়ি ভাঙচুর করছিল। তাদেরকে তখন বুঝিয়ে নিবৃত করতে না পেরে টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ।”
কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা তাপস বলেন, “শ্রমিকরা চলে যায় এবং দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল শুরু হয়।” এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তা নিয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ : এদিকে ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শ্রমিকরা।
‘কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের’ নামের একটি কারখানার শ্রমিকরা গতকাল সোমবার কাজে না গিয়ে সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, “৭০ থেকে ৮০ জন রাস্তায় বসে আছেন, বেতন ও বোনাসের দাবিতে স্লোগান দিচ্ছেন।” বিক্ষোভে থাকা শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তারা বেতন পান না। ২০ এপ্রিল বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও এখনও তা হতে পাননি। শ্রমিককে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা হচ্ছে জানিয়ে ওসি পারভেজ ইসলাম জানান, বিকল্প আরেকটি সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। গত শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকরা।
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ছুড়ে সরাল পুলিশ
ট্যাগস :
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ