প্রত্যাশা ডেস্ক: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এক দম্পতিকে। একজন নারী ও একজন পুরুষের ওপর দুই ব্যক্তি ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছেন। তাঁরা বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক একটি শীর্ষ সংবাদমাধ্যমকে বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।
একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৩ সেকেন্ডের। রাত্রিবেলায় একটি ছোট সড়কের অপর পাশ থেকে কিছুটা দূরত্বে ভিডিওটি ধারণ করা। ভিডিওর শুরুতেই নারী-পুরুষের চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মাথায় ভিডিওটি ‘জুম’ করা হয়।
দেখা যায়, সড়কের মাথায় একটি বাড়ির দেয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারীকে রামদা দিয়ে জোরে আঘাত করছেন এক যুবক। নারীর পাশে থাকা পুরুষকে রামদা দিয়ে সজোরে আঘাত করছেন আরেক যুবক।
হামলার মুখে নারী কিছুটা ডান দিকে সরে যান। আর পুরুষ সরে যান বাঁ দিকে।
একপর্যায়ে ফুটপাত ঘেঁষে রাখা একটি রিকশার পেছনে আশ্রয় নেন হামলার শিকার পুরুষ। তখন তাঁর ওপর হামলাকারী যুবক রিকশার সামনের দিক দিয়ে ঘুরে পেছনের দিকে যান। নারীর ওপর হামলাকারী যুবকও তখন দৌড়ে রিকশার কাছে আসেন।
তখন হামলার শিকার নারী দৌড়ে পুরুষের কাছে এসে তাঁর সামনে অনেকটা ঢাল হয়ে দাঁড়ান। পুরুষকে পেছনে রেখে নারী আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়ান। এভাবে তাঁরা পেছনের দিকে সরতে থাকেন। তখন এক হামলাকারী যুবককে রামদা উঁচিয়ে আরেকটা কোপ দিতে যাওয়ার ভঙ্গিতে দেখা যায়।
একটু পর হামলাকারী দুই যুবক রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কিছুটা হেঁটে তাঁদের দৌড় দিতে দেখা যায়।
এ সময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’
হামলা চলাকালে ঘটনাস্থলে লোকজন ছিল। তবে তখন তাঁদের কাউকে এগিয়ে এসে ভুক্তভোগী নারী-পুরুষকে রক্ষা করতে দেখা যায়নি।