নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করা দম্পতিকে কুপিয়ে জখম করার ঘটনায় আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আলফাজ ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করেছিলেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আলফাজকে গ্রেফতার করা হয়। আগের রাতে গ্রেফতার রবি রায় (২২) ও মো. মোবারক হোসেনকে (২৫) রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
ওসি হাফিজুর বলেন, এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ওই দম্পতিকে যে দুজন সরাসরি কোপ দিয়েছে, আলফাজ তাদের একজন। আরেকজন পলাতক। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান।
এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং একপর্যায়ে ‘কিল-ঘুসি’ মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।
ওসি হাফিজুর বলেন, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন। তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দম্পতি রাত ৯টার দিকে বাসায় ফিরছিলেন। ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১০ নম্বর বাসার সামনে পৌঁছে দেখতে পান, তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে ‘এলোমেলোভাবে’ চালিয়ে যাচ্ছেন।
একটি মোটরসাইকেল সামনে থাকা রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশার যাত্রীর সঙ্গে মোটরসাইকেল চালক মোবারকের বিতন্ডা শুরু হয়।
এ সময় রিকশার পেছনে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি তাদের ‘ঝামেলা করতে নিষেধ’ করলে একপর্যায়ে ‘সন্ত্রাসীরা’ তাদের মারপিট করতে থাকে এবং ঘটনাস্থলে উপস্থিত সজিব মোবাইলে ফোন করে তার সহযোগীদের ঘটনাস্থলে আসতে বলে।
এজাহারে বলা হয়, এর প্রায় ১০ মিনিট পর ৪-৫ জন ‘সন্ত্রাসী’ রামদাসহ ঘটনাস্থলে এসে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করে। ইপ্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে ‘সন্ত্রাসীরা’ তাকেও আঘাত করে।
এ ঘটনার একটি ভিডিও রাতেই ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কে একটি বাড়ির দেয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারী ও এক পুরুষকে আঘাত করছেন দুই যুবক।
একপর্যায়ে হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে চলে যেতে দেখা যায়।