ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

উত্তরায় কাভার্ডভ্যান চাপায় ৩ জনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

  • আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গত পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ভোরে কাভার্ডভ্যানের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেফতার করেছে র‌্যাব।
গত শুক্রবার ভোলা জেলার লালমোহন থানাধীন বালচুর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মো. বশিরকে (২৫) গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আব্দুলাহ আল মোমেন গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মো. বশিরের ব্যবহৃত ড্রাইভিং লাইসেন্স হালকা যানের (মোটরসাইকেল বা প্রাইভেটকার) জন্য প্রযোজ্য। তার উপর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। ভারী যানবাহনের লাইসেন্স ছাড়াই আসামি মো. বশির বিগত চার বছর ধরে কাভার্ডভ্যানটি চালিয়ে আসছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, কাভার্ড ভ্যানটির মালিক মো. জাকির নামে এক ব্যক্তি। সে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকার একজন দালাল; বিভিন্ন গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্সের কাজ করিয়ে দেওয়ার জন্য পরিচিত। ঘটনার পর তেকে জাকির পলাতক রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ভোরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তি মোটরবাইকে তার ফুফু ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকা হতে উত্তরা যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে পেছন দিক হতে আসা ঢাকা কাভার্ড ভ্যানটি তাদের মোটরবাইকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে এনামুল হক ও তার ফুফু হনুফা ঘটনাস্থলেই মারা যান। আর অনিককে (১৮) গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় কাভার্ডভ্যান চাপায় ৩ জনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গত পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ভোরে কাভার্ডভ্যানের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেফতার করেছে র‌্যাব।
গত শুক্রবার ভোলা জেলার লালমোহন থানাধীন বালচুর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মো. বশিরকে (২৫) গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আব্দুলাহ আল মোমেন গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মো. বশিরের ব্যবহৃত ড্রাইভিং লাইসেন্স হালকা যানের (মোটরসাইকেল বা প্রাইভেটকার) জন্য প্রযোজ্য। তার উপর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। ভারী যানবাহনের লাইসেন্স ছাড়াই আসামি মো. বশির বিগত চার বছর ধরে কাভার্ডভ্যানটি চালিয়ে আসছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, কাভার্ড ভ্যানটির মালিক মো. জাকির নামে এক ব্যক্তি। সে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকার একজন দালাল; বিভিন্ন গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্সের কাজ করিয়ে দেওয়ার জন্য পরিচিত। ঘটনার পর তেকে জাকির পলাতক রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ভোরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তি মোটরবাইকে তার ফুফু ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকা হতে উত্তরা যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে পেছন দিক হতে আসা ঢাকা কাভার্ড ভ্যানটি তাদের মোটরবাইকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে এনামুল হক ও তার ফুফু হনুফা ঘটনাস্থলেই মারা যান। আর অনিককে (১৮) গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।