নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বায়িং হাউজের এক কর্মকর্তা ৩ লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ইমরান হোসেন (৩৫) নামের ওই ব্যক্তি দক্ষিণখান নর্দাপাড়ার বাসা থেকে বের হয়ে বাসে করে কর্মস্থল উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসএস টেক্স ফ্যাশন নামের ওই বায়িং হাউজের কর্মকর্তা নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ইমরানের কাছে অফিসের ২ লাখ ৬৭ হাজার টাকা ছিল।
“সকালে তার মোবাইলে ফোন দিলে অন্য একজন ধরে জানায়- ইমরান অসুস্থ, অজ্ঞান হয়ে পড়ে আছে।” পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। ইমরান বলেন, “কিছুটা সুস্থ হওয়ার পর ইমরান জানিয়েছে, বাসে তার পাশে বসে একজন স্প্রে করে। আর কিছু তার মনে পড়ছে না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী জানান, তারা এমন একটি খবর জেনেছেন। বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে।
উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে বায়িং হাউজ কর্মকর্তা, ৩ লাখ টাকা খোয়া
জনপ্রিয় সংবাদ