ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

উড্ডয়নের পরই বিমানে আগুন, এক ইঞ্জিন বন্ধ করেও ৯০ যাত্রীর রক্ষা

  • আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকার পর জরুরি অবতরণ করেছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইটটির নিরাপদে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি আকাশে প্রায় ৩০ মিনিটের জন্য উড্ডয়ন করছিল, তখন পাইলট ডান দিকের ইঞ্জিনে “ফায়ার ইন্ডিকেশন” দেখতে পান। বিমানে তখন ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এই সংকেত পাওয়ার পর পাইলটদের নিয়মিত প্রটোকল অনুসরণ করে ডান ইঞ্জিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এবং যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে, যা তাদের ইন্দোরে পৌঁছে দেবে। বিমান সংস্থা নিশ্চিত করেছে যে এ সংক্রান্ত বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়েছে।

এআই ২৯১৩ একটি এ ৩২০ নেয়ো মডেলের বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩০ মিনিট আকাশে থাকার পর ফিরে আসে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয় সকল প্রয়োজনীয় ব্যবস্থা।

এয়ার ইন্ডিয়ার সূত্রের মতে, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার কিছু বিমানে প্রযুক্তিগত সমস্যার ঘটনা ঘটেছে, তবে এই ফ্লাইটের অভিজ্ঞতা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, জরুরি অবতরণের সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সব যাত্রী নিরাপদে বিমানে ছিলেন।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উড্ডয়নের পরই বিমানে আগুন, এক ইঞ্জিন বন্ধ করেও ৯০ যাত্রীর রক্ষা

আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকার পর জরুরি অবতরণ করেছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইটটির নিরাপদে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি আকাশে প্রায় ৩০ মিনিটের জন্য উড্ডয়ন করছিল, তখন পাইলট ডান দিকের ইঞ্জিনে “ফায়ার ইন্ডিকেশন” দেখতে পান। বিমানে তখন ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এই সংকেত পাওয়ার পর পাইলটদের নিয়মিত প্রটোকল অনুসরণ করে ডান ইঞ্জিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এবং যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে, যা তাদের ইন্দোরে পৌঁছে দেবে। বিমান সংস্থা নিশ্চিত করেছে যে এ সংক্রান্ত বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়েছে।

এআই ২৯১৩ একটি এ ৩২০ নেয়ো মডেলের বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩০ মিনিট আকাশে থাকার পর ফিরে আসে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয় সকল প্রয়োজনীয় ব্যবস্থা।

এয়ার ইন্ডিয়ার সূত্রের মতে, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার কিছু বিমানে প্রযুক্তিগত সমস্যার ঘটনা ঘটেছে, তবে এই ফ্লাইটের অভিজ্ঞতা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, জরুরি অবতরণের সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সব যাত্রী নিরাপদে বিমানে ছিলেন।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫