ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

উজিরপুরে অতি পরিচিত একটি কথ্যশব্দ

  • আপডেট সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

শাহ আলম ডাকুয়া

 

কুইত্যা= ‘কাউল্লা কুইত্যা আগে না খিদা লাগার ডরে’
এই বাক্যটি উজিরপুর অঞ্চলে লোকপ্রবাদের মতো হয়ে গেছে।

শব্দ পরিচিতি:
কাউল্লা= মানুষের নাম। তার প্রকৃত নাম কালু মাতবর। কিন্তু তাকে কথ্যভাষায় ডাকা হয় কাউল্লা বলে।
কুইত্যা= দম বন্ধ করে জোর দিয়ে কোনো কাজ/ জোরে কুতুনি দেয়া/ মল ত্যাগের সময় জোরে কুতুনি ইত্যাদি অর্থ।
উজিরপুর এলাকায় মূলত ‘কুইত্যা’ শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়-

১.
পায়খানা করার সময়। বিশেষ করে মল যদি শক্ত হয় তখন সব মানুষকেই কোত দিতে হয়। মল বের করার জন্য জোরে কোত দিতে হয়।

২.
কোনো কাজ করার সময়- কাজটি যদি একটু কষ্টসাধ্য হয় বা কোনো ওজন/ভারী জিনিস উপরে তুলতে হলে এমনিতেই কোতুনি দিতে হয়।
যেমন-‘এ ব্যাডা, এই বয়সেই ২০ স্যার ওজনের বোছতাডা জাগাইতে দ্যাহি তোর কোততে কোততে পরাণ যায়। বিয়া হরার পর কী হরবিহানে?’

৩.
আগা=হাগা/মলত্যাগ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, উজিরপুর অঞ্চলের মানুষরা হা, আ এ দুটো বর্ণের মাঝামাঝি একটা বর্ণ উচ্চারণ করে থাকেন। সেটা না ‘হাগা’ না ‘আগা’- এর মধ্যবর্তী একটি স্বর। উচ্চারণটা নিজেরা খেয়াল করে দেখুন। তাই কাছাকাছি শব্দ আগা (হাগা) ব্যবহার করা হয়।
যেমন-
‘আগদে বইছে কে?
কেচি পোড়া দে
কেচি অইছে গরম
হোগায় নাই শরম’
এখানে আগদে=হাগদে, কেচি=কাঁচি, অইছে=হইছে, হোগা-মলদ্বার

৪.
খিদা= ক্ষুধা/ খাওয়ার উদ্রেগ

সংগ্রহকারী : কামরুন নাহার লাকি
সংগ্রহস্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে অতি পরিচিত একটি কথ্যশব্দ

আপডেট সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

শাহ আলম ডাকুয়া

 

কুইত্যা= ‘কাউল্লা কুইত্যা আগে না খিদা লাগার ডরে’
এই বাক্যটি উজিরপুর অঞ্চলে লোকপ্রবাদের মতো হয়ে গেছে।

শব্দ পরিচিতি:
কাউল্লা= মানুষের নাম। তার প্রকৃত নাম কালু মাতবর। কিন্তু তাকে কথ্যভাষায় ডাকা হয় কাউল্লা বলে।
কুইত্যা= দম বন্ধ করে জোর দিয়ে কোনো কাজ/ জোরে কুতুনি দেয়া/ মল ত্যাগের সময় জোরে কুতুনি ইত্যাদি অর্থ।
উজিরপুর এলাকায় মূলত ‘কুইত্যা’ শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়-

১.
পায়খানা করার সময়। বিশেষ করে মল যদি শক্ত হয় তখন সব মানুষকেই কোত দিতে হয়। মল বের করার জন্য জোরে কোত দিতে হয়।

২.
কোনো কাজ করার সময়- কাজটি যদি একটু কষ্টসাধ্য হয় বা কোনো ওজন/ভারী জিনিস উপরে তুলতে হলে এমনিতেই কোতুনি দিতে হয়।
যেমন-‘এ ব্যাডা, এই বয়সেই ২০ স্যার ওজনের বোছতাডা জাগাইতে দ্যাহি তোর কোততে কোততে পরাণ যায়। বিয়া হরার পর কী হরবিহানে?’

৩.
আগা=হাগা/মলত্যাগ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, উজিরপুর অঞ্চলের মানুষরা হা, আ এ দুটো বর্ণের মাঝামাঝি একটা বর্ণ উচ্চারণ করে থাকেন। সেটা না ‘হাগা’ না ‘আগা’- এর মধ্যবর্তী একটি স্বর। উচ্চারণটা নিজেরা খেয়াল করে দেখুন। তাই কাছাকাছি শব্দ আগা (হাগা) ব্যবহার করা হয়।
যেমন-
‘আগদে বইছে কে?
কেচি পোড়া দে
কেচি অইছে গরম
হোগায় নাই শরম’
এখানে আগদে=হাগদে, কেচি=কাঁচি, অইছে=হইছে, হোগা-মলদ্বার

৪.
খিদা= ক্ষুধা/ খাওয়ার উদ্রেগ

সংগ্রহকারী : কামরুন নাহার লাকি
সংগ্রহস্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ