ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

উজিরপুরের কথ্যভাষা: একই শব্দের বহুবিদ ব্যবহার

  • আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

শাহ আলম ডাকুয়া

একই শব্দের বহুবিদ ব্যবহার বাংলা ভাষায় স্বাভাবিক বিষয়। বরিশালের উজিরপুর উপজেলা থেকে কথ্যভাষায় ব্যবহৃত একটি শব্দ নিয়ে আলোচনা করা হচ্ছে।

শব্দ : ম্যালা বা মেলা
উজিরপুরের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের মুখের উচ্চারণ ও ব্যবহারের উপর ভিত্ত করে “মেলা” শব্দটির প্রয়োগ দেখানো হলো।
এখানের অধিবাসীরা “ম্যালা” উচ্চারণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।

১. ম্যালা= বৈশাখী মেলা। “ধামসরের করিমদ্দির ম্যালা বইছে, যাবিনি তোরা?” এখানে বৈশাখী মেলার কথা বলা হয়েছে।

২. ম্যালা=ছড়িয়ে দেয়া। “এই হোনছো? তর পোলারে কুডাগুলা ম্যালতে কইয়া গ্যাছিলাম। ম্যালা দেছেনি?
এখানে স্তূপ করা খড় শুকানোর জন্য বিছিয়ে রাখার কথা বলা হয়েছে।

৩. ম্যালা= নিক্ষেপ। ” উগোইরতলার ঝুন নাহোইলগুলা ম্যালা মাইর‍্যা উডানে হালা। দেহি কয়জোরা অয়। আডে লইয়া যামুনি।”
“এই ইডের টুকরাডা ম্যালা মার তো? দেহি কদ্দূর নিতে পারোস”।

৪. ম্যালা=অনেক। “এ খোনদে ম্যালা সইশ্যা অইবো মনে অয়। বিস্টিডা পাইছে ভালোমতো।”

৫. ম্যালা= মুক্ত, ছেড়ে রাখা। “অই আবুইল্যা, গরুডা যে ম্যালা দেছো, দেখছো মুংগুলা (মুগডাল) খাইয়া হালাইতাছে।”

৬. ম্যালা=রওনা করা। ” তুই এ্যাহোনো ম্যালা করোসনাই, লঞ্চটা পাবিনা কইলাম?”

৭. ম্যালা=খোলা। “দরজাডা ম্যালা রাখছো, চোরটোর ঢুকলে বুঝবিনে।” “দরজাডা ম্যাইল্যা রাহিস, মোর আইতে রাইত অইবো।”
এখানে বর্ণিত বাক্যগুলো উজিরপুর জনপদের মানুষের মুখ থেকে শুনে সংগ্রহ করা হয়েছে।

সংগ্রহকারী: শাহ আলম ডাকুয়া/২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি

উজিরপুরের কথ্যভাষা: একই শব্দের বহুবিদ ব্যবহার

আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

শাহ আলম ডাকুয়া

একই শব্দের বহুবিদ ব্যবহার বাংলা ভাষায় স্বাভাবিক বিষয়। বরিশালের উজিরপুর উপজেলা থেকে কথ্যভাষায় ব্যবহৃত একটি শব্দ নিয়ে আলোচনা করা হচ্ছে।

শব্দ : ম্যালা বা মেলা
উজিরপুরের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের মুখের উচ্চারণ ও ব্যবহারের উপর ভিত্ত করে “মেলা” শব্দটির প্রয়োগ দেখানো হলো।
এখানের অধিবাসীরা “ম্যালা” উচ্চারণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।

১. ম্যালা= বৈশাখী মেলা। “ধামসরের করিমদ্দির ম্যালা বইছে, যাবিনি তোরা?” এখানে বৈশাখী মেলার কথা বলা হয়েছে।

২. ম্যালা=ছড়িয়ে দেয়া। “এই হোনছো? তর পোলারে কুডাগুলা ম্যালতে কইয়া গ্যাছিলাম। ম্যালা দেছেনি?
এখানে স্তূপ করা খড় শুকানোর জন্য বিছিয়ে রাখার কথা বলা হয়েছে।

৩. ম্যালা= নিক্ষেপ। ” উগোইরতলার ঝুন নাহোইলগুলা ম্যালা মাইর‍্যা উডানে হালা। দেহি কয়জোরা অয়। আডে লইয়া যামুনি।”
“এই ইডের টুকরাডা ম্যালা মার তো? দেহি কদ্দূর নিতে পারোস”।

৪. ম্যালা=অনেক। “এ খোনদে ম্যালা সইশ্যা অইবো মনে অয়। বিস্টিডা পাইছে ভালোমতো।”

৫. ম্যালা= মুক্ত, ছেড়ে রাখা। “অই আবুইল্যা, গরুডা যে ম্যালা দেছো, দেখছো মুংগুলা (মুগডাল) খাইয়া হালাইতাছে।”

৬. ম্যালা=রওনা করা। ” তুই এ্যাহোনো ম্যালা করোসনাই, লঞ্চটা পাবিনা কইলাম?”

৭. ম্যালা=খোলা। “দরজাডা ম্যালা রাখছো, চোরটোর ঢুকলে বুঝবিনে।” “দরজাডা ম্যাইল্যা রাহিস, মোর আইতে রাইত অইবো।”
এখানে বর্ণিত বাক্যগুলো উজিরপুর জনপদের মানুষের মুখ থেকে শুনে সংগ্রহ করা হয়েছে।

সংগ্রহকারী: শাহ আলম ডাকুয়া/২০২৪

আজকের প্রত্যাশা/কেএমএএ