ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উজিরপুরের কথ্যভাষার চালচিত্র

  • আপডেট সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম বাবুল

উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষাতেও রয়েছে বৈচিত্র্য।

এই জনপদের মানুষ এমনভাবে অনেক শব্দ উচ্চারণ করে যার বর্ণমালা বাংলা ব্যকরণে নেই। যেমন- ‘হাঁড়ি’। এ শব্দটি এমনভাবে উচ্চারিত হয় না ‘হাঁড়ি’ না ‘আড়ি’। বাধ্য হয়ে প্রকাশ করতে গেলে লিখতে হয় ‘আড়ি’। আরেকটি শব্দ ‘হাট’। এটাকে উজিরপুর এলাকায় এমনভাবে উচ্চারণ করে তা না ‘হাট’ না ‘আট’। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রাম থেকে কয়েকটি বাক্য সংগ্রহ করেছেন মো. নজরুল ইসলাম বাবুল।
যথা-
১. ‘ক্যামবালে তোরে টাহা উদ্দার দিমু, তোরে আগে টাহা দিয়া মোর বহুত শিক্কা অইছে! আগের টাহাই ত দ্যাস নাই!’
ক্যামবালে= কেমনে, টাহা= টাকা, উদ্দার=ধার, অইছে= হয়েছে, দ্যাস= দেওয়া/দেও।

২. ‘রাইতে যাত্রাপালা হোনতে যামু, দোস্ত- চাদরচোদর নাই, খাতা গায় দিয়া যামুআনে। মোগো লগে ল, টাহা না থাকলে মোরা সব্বাই মিল্যা তর টিকিডের টাহা দিমু নে!’
রাইত=রাত, হোনতে=শুনতে, চাদরচোদর= গায়ের শাল/ চাদর, যামুআনে= যামুনি, লগে= সাথে, মিল্যা= মিলে।

৩. ‘ব্যাডা, দুফাইর‌্যাহালে এ্যাইটু হুইছি, জালাইস না, রাইতে হুইতে পারি নাই – উরাসের কামরানিতে।’
ব্যাডা= পুরুষদের সম্বোধন করে বলা, দুফাইর‌্যাহালে= দুপুরের সময়, এ্যাইট্টু= একটু, হুইছি= শোয়া/শুইছি, উরাস= উকুন, কামরানি= কামড়।

৪. ‘অত লাফাইস না! তুই এয়া কোনোমতেই হরতারবি না!’
এয়া= ইহা/এটা, হরতারবি= করতে পারবি।

সংগ্রহকারী: নজরুল ইসলাম বাবুল
সংগ্রহস্থান: ধামুরা, উজিরপুর, বরিশাল
সংগ্রহ সময়: ২৫-১২-২০২৪
মোবাইল নং-০১৭৫২১১৭৭৫৯

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উজিরপুরের কথ্যভাষার চালচিত্র

আপডেট সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নজরুল ইসলাম বাবুল

উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষাতেও রয়েছে বৈচিত্র্য।

এই জনপদের মানুষ এমনভাবে অনেক শব্দ উচ্চারণ করে যার বর্ণমালা বাংলা ব্যকরণে নেই। যেমন- ‘হাঁড়ি’। এ শব্দটি এমনভাবে উচ্চারিত হয় না ‘হাঁড়ি’ না ‘আড়ি’। বাধ্য হয়ে প্রকাশ করতে গেলে লিখতে হয় ‘আড়ি’। আরেকটি শব্দ ‘হাট’। এটাকে উজিরপুর এলাকায় এমনভাবে উচ্চারণ করে তা না ‘হাট’ না ‘আট’। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রাম থেকে কয়েকটি বাক্য সংগ্রহ করেছেন মো. নজরুল ইসলাম বাবুল।
যথা-
১. ‘ক্যামবালে তোরে টাহা উদ্দার দিমু, তোরে আগে টাহা দিয়া মোর বহুত শিক্কা অইছে! আগের টাহাই ত দ্যাস নাই!’
ক্যামবালে= কেমনে, টাহা= টাকা, উদ্দার=ধার, অইছে= হয়েছে, দ্যাস= দেওয়া/দেও।

২. ‘রাইতে যাত্রাপালা হোনতে যামু, দোস্ত- চাদরচোদর নাই, খাতা গায় দিয়া যামুআনে। মোগো লগে ল, টাহা না থাকলে মোরা সব্বাই মিল্যা তর টিকিডের টাহা দিমু নে!’
রাইত=রাত, হোনতে=শুনতে, চাদরচোদর= গায়ের শাল/ চাদর, যামুআনে= যামুনি, লগে= সাথে, মিল্যা= মিলে।

৩. ‘ব্যাডা, দুফাইর‌্যাহালে এ্যাইটু হুইছি, জালাইস না, রাইতে হুইতে পারি নাই – উরাসের কামরানিতে।’
ব্যাডা= পুরুষদের সম্বোধন করে বলা, দুফাইর‌্যাহালে= দুপুরের সময়, এ্যাইট্টু= একটু, হুইছি= শোয়া/শুইছি, উরাস= উকুন, কামরানি= কামড়।

৪. ‘অত লাফাইস না! তুই এয়া কোনোমতেই হরতারবি না!’
এয়া= ইহা/এটা, হরতারবি= করতে পারবি।

সংগ্রহকারী: নজরুল ইসলাম বাবুল
সংগ্রহস্থান: ধামুরা, উজিরপুর, বরিশাল
সংগ্রহ সময়: ২৫-১২-২০২৪
মোবাইল নং-০১৭৫২১১৭৭৫৯

আজকের প্রত্যাশা/কেএমএএ