মোস্তাফিজুর রহমান জাকির
হস্তিশুণ্ড একটি গ্রামের নাম। বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পশ্চিমের একটি গ্রাম। এ গ্রামের উত্তর-পশ্চিমে শোলক ইউনিয়নের দামোদরকাঠি, আটক, কচুয়া ও পূর্ববড়াকোঠা, পূর্বে সানুহার ও আটিপাড়া গ্রামের অবস্থান। বামরাইল ইউনিয়নের এ ঐতিহ্য গ্রামের নামকরণের রহস্য নিয়ে অনেক মতামত রয়েছে। মানুষের মুখে মুখে বলা হয় ‘আইসশুর’। কাগজপত্রে, জমির মৌজার নাম ‘হস্তিশুণ্ড’। সে হিসেবে গ্রামের নাম হস্তিশুণ্ড। এ নামকরণের গ্রহণযোগ্য ও প্রামাণিক মত হলো- আগে মুখে মুখে ‘হাইসশুর’, ‘আইসশুর’ বললেও এ দেশের প্রথম ভূমি জরিপকালে এ গ্রামের নামে মৌজা ও গ্রাম হিসেবে লিখিত হয়-‘হস্তিশুণ্ড’। আইসশুর থেকে শব্দটি পরিবর্তিত হয়ে ‘হস্তিশুণ্ড’ হয়েছে- এ বিষয়ে সবার একমত লক্ষ করা যায়।
হস্তিশুণ্ড কেন?
ভৌগোলিক মানচিত্রে এ গ্রামের নকশা হাতির শুরের মতো। হাতির শুরের মতো দেখতে জমির ম্যাপের কারণে এ গ্রামের নাম হস্তিশুণ্ড হয়েছে। এবং এই তথ্যই সঠিক বলে এলাকাবাসীর মতামত।
এলাকার বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক-লেখক ও মানবিক সংগঠন ‘সৎসঙ্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার বলেন- তিনি বামরাইল ইউপির সদস্য থাকাকালীন জেনেছেন যে, হাতির শুরের মতো মানচিত্রের কারণে গ্রামের নাম হস্তিশুণ্ড (হাতিরশুর/আইসশুর) হয়েছে।
হস্তিুশুন্ড গ্রামের বাসিন্দা (নিউইয়র্ক প্রবাসী) কবি ও লেখক, গবেষক এসএম মোজাম্মেল হক জানান, এলাকার ভৌগোলিক ম্যাপ হাতির শুরের মতো দেখতে বিধায় গ্রামের নাম হস্তিশুণ্ড হয়েছে। আমরা তার হুবহু বক্তব্য তুলে ধরলাম- ‘‘হস্তিশুণ্ড গ্রামের আকৃতি হাতি ও শুর সাদৃস্য তাই নাম ‘হস্তিশুণ্ড’।’’
এ গ্রামের নামকরণের বিষয়ে শিকারপুর ইউনিয়নের বাসিন্দা সমাজগবেষক, লেখক ও ‘আমরা উজিরপুর সন্তান’ (আউস) গ্রুপের অন্যতম সহযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন- ‘আমি হস্তিশুণ্ড গ্রামের নামকরণের বিষয়ে যা জেনেছি তা হলো- এলাকাটির ম্যাপ দেখতে হাতিরশুরের মতো। আর হাতিরশুর থেকেই হস্তিশুণ্ড নাম হয়েছে।’
এ গ্রামের সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পরিচালক আব্বাস আলী তালুকদার বলেন- ‘‘আমি ছোটবেলা থেকে মানুষের মুখে শুনেছি ‘আইসশুর’। পরে কাগজ-পত্রে দেখি হস্তিশুণ্ড। এ বিষয়ে আমার ভাই মৃত আবু তাহের তালুকদারের কাছে শুনেছি- গ্রামের বাইরে গেলে লোকে বলে ‘আইসশুইর্যা মানু আইছে বইতে দে’। এটা মুখের কথা। তবে মূল নাম হস্তিশুণ্ড। হাতির শুরটা গ্রামের দক্ষিণে তালুকদার বাড়ির দিকে।’
হস্তিশুণ্ড নিবাসী বিশিষ্ট আমিন নাজমুল হোসেন সরদার এ বিষয়ে বলেন, ‘গ্রামের মানচিত্র/নকশা অনুসারে ত্রিমুখী থেকে পূর্ব দিকে ঈদগা মার্কেট পর্যন্ত অংশ হাতির পেছনের অংশ আর মধ্য অংশ হলো কুলির পুকুর থেকে পশ্চিমে হস্তিশুণ্ড বাজার হয়ে ডাকুয়া বাড়ি পর্যন্ত। এবং ডাকুয়া বাড়ি থেকে পূর্ব-দক্ষিণে আকনবাড়িসহ তালুকদার বাড়ি পর্যন্ত হলো হাতির শুরের অংশ। হাতির শুরের মতো নকশা বলেই এই গ্রামের নাম হয়েছে হাতিরশুর (হস্তিশুণ্ড)।
এ বিষয়ে এলাকার সাংবাদিক ও লেখক ও ‘আমরা উজিরপুরের সন্তান’ (আউস) গ্রুপের ফাউন্ডার-এডমিন শাহ আলম ডাকুয়া জানান, তিনি তার পিতা মৃত মতিয়ার রহমান ডাকুয়ার কাছে শুনেছেন- এ গ্রামের জমির নকশাটি হাতির শুরের মতো দেখতে বলেই হস্তিশুণ্ড নাম হয়েছে। হস্তি মানে হাতি আর শুণ্ড মানে শুর।
হস্তিশুণ্ড গ্রামে নামরহস্য নিয়ে জানতে চাইলে এলাকার বিশিষ্ট কবি ও অধ্যাপক মাহবুব রহমান বলেন- মুখে মুখে শুনেছি ‘আইসশুর’। এবং বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও জমির পর্চায় আছে ‘হস্তিশুণ্ড’। এবং গ্রামের নকশা হাতির শুরের মতো বলেই নাকি নাম হয়েছে। প্রথমে আইসশুর পরে হাতির শুর থেকে হস্তিশুণ্ড।
মোস্তাফিজুর রহমান জাকির
হস্তিশুণ্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
প্রয়োজনে-০১৭১১৯৭৩২০৮
আজকের প্রত্যাশা/কেএমএএ