ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

উজবেকিস্তানে খেলতে যাবেন সাবিনারা

  • আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো দেশেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের হার অনুকূলে না থাকায় সাবিনাদের খেলতে যেতে হবে উজবেকিস্তানে। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এএফসি বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়ান কাপের বাছাইপর্বের ‘জি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে জর্ডান এবং ইরান। আয়োজক দেশ হিসেবে ছিল বাংলাদেশের নাম। সবকিছু স্বাভাবিক থাকলে খেলাগুলো বাংলাদেশের হেতো। কিন্তু ঘাতক করোনার কারণেই সেটা সম্ভব হচ্ছে না। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাছাই পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে।
এ বিষয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। ফলে আমাদেরকে এখন উজবেকিস্তান গিয়ে বাছাই পর্ব খেলতে হবে।’ উল্লেখ্য, নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলেই কেবল এশিয়ান কাপে খেলার সুযোগ থাকছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

উজবেকিস্তানে খেলতে যাবেন সাবিনারা

আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো দেশেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের হার অনুকূলে না থাকায় সাবিনাদের খেলতে যেতে হবে উজবেকিস্তানে। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এএফসি বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়ান কাপের বাছাইপর্বের ‘জি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে জর্ডান এবং ইরান। আয়োজক দেশ হিসেবে ছিল বাংলাদেশের নাম। সবকিছু স্বাভাবিক থাকলে খেলাগুলো বাংলাদেশের হেতো। কিন্তু ঘাতক করোনার কারণেই সেটা সম্ভব হচ্ছে না। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাছাই পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে।
এ বিষয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। ফলে আমাদেরকে এখন উজবেকিস্তান গিয়ে বাছাই পর্ব খেলতে হবে।’ উল্লেখ্য, নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলেই কেবল এশিয়ান কাপে খেলার সুযোগ থাকছে।