প্রত্যাশা ডেস্ক: উচ্চ রক্তচাপের কিছু সাধারণ ওষুধ সেবনের ফলে গ্লুকোমার ঝুঁকি বেড়ে যেতে পারে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। গ্লুকোমা চোখের এমন এক রোগ, যা অন্ধত্বের কারণ হতে পারে।
গবেষণাটি পরিচালনা করেছেন ‘মুরফিল্ডস আই হসপিটাল’ ও ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর ড. অ্যালান কাস্টনার ও তার গবেষণা দল।
এ গবেষণায় ‘ক্যালসিয়াম চ্যানেল ব্লকার’ বা সংক্ষেপে সিসিবি নামের ওষুধের ওপর নজর দিয়েছেন গবেষকরা। এসব ওষুধ সাধারণত উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
যুক্তরাজ্যের চার লাখ ২৭ হাজারেও বেশি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে গবেষণা দলটি। যার মধ্যে ৩৩ হাজারেও বেশি মানুষ সিসিবি ওষুধ সেবন করেছেন।
প্রত্যেক ব্যক্তির বয়স, স্বাস্থ্যের অবস্থা ও জীবনযাত্রার মতো বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। তারা বলছেন, যারা সিসিবি ওষুধ ব্যবহার করেন, তাদের গ্লুকোমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, তাদের মধ্যে অনেকের চোখের চাপ স্বাভাবিক ছিল, যা সাধারণত গ্লুকোমার লক্ষণ নয়।
গ্লুকোমা রোগ চোখের স্নায়ুর ক্ষতি করে। সাধারণত চোখের ভেতরে উচ্চ চাপের কারণে এমনটি হয়। তবে এ গবেষণায় ইঙ্গিত মিলেছে, চোখের চাপ স্বাভাবিক থাকলেও এসব সিসিবি ওষুধ অন্য কোনোভাবে গ্লুকোমা তৈরি করতে পারে।
গবেষণাটি গুরুত্বপূর্ণ কারণ, গোটা বিশ্বে অনেক মানুষ সিসিবি ওষুধ সেবন করেন। গ্লুকোমাকে বেশিরভাগ সময়ই ‘দৃষ্টির নীরব চোর’ বলা হয়। কারণ দৃষ্টিশক্তি ক্ষতি হওয়ার আগে এর কোনো স্পষ্ট লক্ষণই দেখা যায় না। এ কারণেই চোখের আগাম পরীক্ষা করা অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা সিসিবি ওষুধ সেবন করছেন তাদের জন্য।
সিসিবি ওষুধ সরাসরি গ্লুকোমা তৈরি করে কি না তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। তারা বলেছেন, বিষয়টি নিশ্চিত হতে এবং এ ওষুধের সঙ্গে রোগের সম্পর্কটি ঠিক কী তা বুঝতে আরো গবেষণার প্রয়োজন। যারা সিসিবি ওষুধ গ্রহণ করছেন তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে চিকিৎসকের সঙ্গে কথা বলা ও নিয়মিত চোখ পরীক্ষা তাদের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে। গ্লুকোমা দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে দৃষ্টি রক্ষা সম্ভব। এ গবেষণার ফলাফল প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জামা অপথালমোলজি’-তে। এ গবেষণাটি ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে সবসময় সচেতন থাকার কথা মনে করিয়ে দিয়েছে।
সানা/আপ্র/০৩/০১/২০২৬
























