নিজস্ব প্রতিবেদক : বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৪০), মো. মোবারক হোসেন (৩৩), মো. আবু তাহের (৩৫) ও আক্কাস বেপারী (৪০)।
রাজধানী ঢাকার পল্টন ও রমনা এলাকা থেকে গত সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গতকাল মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচারের শিকার এক ভুক্তভোগী নারীর স্বামীর পূর্ব পরিচিত গ্রেপ্তার আক্কাস বেপারী। সে ওই নারীকে মধ্যপ্রাচ্যে ২৫ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরির প্রতিশ্রুতি দিয়ে গ্রেপ্তার মোবারক ও তাহেরের কাছে নিয়ে যায়। এরপর তারা এ চক্রের আরেকজন গ্রেপ্তার রুবেলের মালিকানাধীন দি ইফটি ওভারসিজের রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে সেই নারীকে গত জুনে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠায়। বিদেশে পাঠানোর পর আসামিরা ভুক্তভোগী নারীর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি। অন্যদিকে সেই নারী মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে তার স্বামীকে জানান। ওই নারীর স্বামী এ বিষয়ে বিদেশে পাঠাতে সহায়তাকারী গ্রেপ্তার এই ব্যক্তিদের জানালেও তারা সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেননি। এরপর ভুক্তভোগীর স্বামী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে উদ্ধারের জন্য অভিযোগ করেন। সেই অভিযোগ প্রত্যাহার করার জন্যও আসামিরা ভুক্তভোগী নারীকে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনার খরচ বাবদ তার স্বামীর কাছ থেকে চার লাখ টাকা দাবি করে। তখন তার স্বামী নিরুপায় হয়ে র্যাবের কাছে অভিযোগ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর র্যাব এ বিষয়ে পদক্ষেপ নিয়ে মানবপাচার চক্রের এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের নামে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মানবপাচার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ