ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে শিগগিরই আইন

  • আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন প্রণয়ন শিগগিরই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচারপতি নিয়োগের আইন নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।
গতকাল বুধবার ঢাকার গুলশান-২-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসহ আরও কিছু বিষয়ে আইন প্রণয়নে উদ্যোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথাটাই তো আপনারা বললেন যেটা, সেটা মানুষ শুনলে পরে একটু রাগান্বিত হওয়ার কথা যে, উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না। উদ্যোগ নেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘এখন আমি আপনাদের একটা কথা বলি, সংবিধানে অনেকগুলি অনুচ্ছেদে বলা আছে আইন করার কথা এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেকগুলি আইন করেছি এবং যেগুলিতে করা হয়নি, সেগুলিতে আইন করার প্রক্রিয়া কয়েকটার মধ্যে চলছে। যেমন ধরেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশন এইসবের আইন। এক আইনের মধ্যেই কিন্তু এগুলো করা যায়।’
তিনি আরও বলেন, ‘সেই ক্ষেত্রে আমরা এটার উদ্যোগে নিয়েছি। আইন করার প্রক্রিয়াটা আপনারা হয়তো জানেন। কিছুটা আলাপ আলোচনা করে তারপরে সাংবিধানিক প্রক্রিয়া দেওয়া আছে, সেগুলি শেষ করতে হবে। তো সেই কারণে আমি বলি, একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখব যে, এই আইনগুলি হয়েছে।’ বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে বিচারপতি নিয়োগ। বিচারপতি নিয়োগের আইনটা আমি আপনাদেরকে আগে বলেছি যে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে শিগগিরই আইন

আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন প্রণয়ন শিগগিরই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচারপতি নিয়োগের আইন নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।
গতকাল বুধবার ঢাকার গুলশান-২-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসহ আরও কিছু বিষয়ে আইন প্রণয়নে উদ্যোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথাটাই তো আপনারা বললেন যেটা, সেটা মানুষ শুনলে পরে একটু রাগান্বিত হওয়ার কথা যে, উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না। উদ্যোগ নেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘এখন আমি আপনাদের একটা কথা বলি, সংবিধানে অনেকগুলি অনুচ্ছেদে বলা আছে আইন করার কথা এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেকগুলি আইন করেছি এবং যেগুলিতে করা হয়নি, সেগুলিতে আইন করার প্রক্রিয়া কয়েকটার মধ্যে চলছে। যেমন ধরেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশন এইসবের আইন। এক আইনের মধ্যেই কিন্তু এগুলো করা যায়।’
তিনি আরও বলেন, ‘সেই ক্ষেত্রে আমরা এটার উদ্যোগে নিয়েছি। আইন করার প্রক্রিয়াটা আপনারা হয়তো জানেন। কিছুটা আলাপ আলোচনা করে তারপরে সাংবিধানিক প্রক্রিয়া দেওয়া আছে, সেগুলি শেষ করতে হবে। তো সেই কারণে আমি বলি, একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখব যে, এই আইনগুলি হয়েছে।’ বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে বিচারপতি নিয়োগ। বিচারপতি নিয়োগের আইনটা আমি আপনাদেরকে আগে বলেছি যে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।’