ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন বলেছেন, ‘পরিবার থেকেই ছেলে-মেয়ের বৈষম্য আসে। খাবার, পোশাকসহ মোটামুটি সবকিছুতেই এ বৈষম্য চলে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। উচ্চশিক্ষায় নারীদের পদচারণা আরও বাড়াতে হবে। পুরুষশাসিত সমাজ থেকে বেরিয়ে আসতে ও সচেতনতা বাড়াতেই নারীদের সুশিক্ষিত করে তুলতে হবে।’
গতকাল মঙ্গলবার সাভারের গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পিএইচএ মিলনাতয়নে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধারা বলেন, নারী স্বাধীনতা কেউ দেয় না, সেটা ছিনিয়ে নিতে হয়। জন্মের পর বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে ছেলের বাড়ি; নারীর যেন কোনো বাড়ি নেই!এই চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে হবে। পুরুষের চেয়ে নারীরা কখনোই কোনো অংশে কম অবদান রাখেনি। সংসার থেকে মুক্তিযুদ্ধ, সব জায়গায় পুরুষের সাথে কাজ করেছে।
সভায় আমন্ত্রিত অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাছিম আক্তার হোসেন নারীর অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, ‘প্রতিদিনই হোক নারী দিবস। নারীরা স্বতন্ত্র, নারীরা সবার থেকে আলাদা। এই চিন্তাচেতনা নিজের মধ্যে ধারণ করতে পারলেই আমরা প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবো। তখনই পৃথিবীর পরিবর্তন সম্ভব।’
অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের ৬ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার পূর্বে সকালে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড যৌথভাবে এ আয়োজন করে।
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের নারী মুক্তিযোদ্ধা, গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহম্মেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
উচ্চশিক্ষায় নারীদের পদচারণা বাড়াতে হবে: গবি উপাচার্য
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ