ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

উগান্ডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ২

  • আপডেট সময় : ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে। দেশটিতে বিস্ফোরণে ঘটনা এমন সময় ঘটল যখন কিছু গণমাধ্যম জানিয়েছিল যুক্তরাজ্য উগান্ডায় থাকা তাদের নাগরিকদের আগেই হামলার বিষয়ে সতর্ক করেছিল। এর আগে ২০১০ সালের ১২ জুন কাম্পালার মানুষ যখন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব দেখছিলেন তখন সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে প্রাণ হারান ৭৪ জন। এছাড়া আহত হন আরও অনেকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উগান্ডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ২

আপডেট সময় : ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে। দেশটিতে বিস্ফোরণে ঘটনা এমন সময় ঘটল যখন কিছু গণমাধ্যম জানিয়েছিল যুক্তরাজ্য উগান্ডায় থাকা তাদের নাগরিকদের আগেই হামলার বিষয়ে সতর্ক করেছিল। এর আগে ২০১০ সালের ১২ জুন কাম্পালার মানুষ যখন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব দেখছিলেন তখন সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে প্রাণ হারান ৭৪ জন। এছাড়া আহত হন আরও অনেকে।