ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানে ১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুটি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। পাকিস্তান তাদের প্রথম সারির খেলোয়াড়দের রাখলেও নিউ জিল্যান্ডের বিশ্বকাপ দলের ৮ খেলোয়াড়ই আইপিএল খেলতে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা মেতে ওঠার পরও আইসিসির এ ব্যাপারে নীরব কেন, প্রশ্ন তুললেন ক্ষুব্ধ ইনজামাম উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও টিম সেইফার্ট বিশ্বকাপের প্রস্তুতি নেবেন আইপিএল খেলে। আর পাকিস্তান সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টম ল্যাথাম। নিউ জিল্যান্ডের মূল খেলোয়াড়রা সরে দাঁড়ানোয় পাকিস্তানের সাবেক অধিনায়ক আইসিসির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ব্যক্তিগত লিগগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে শীর্ষ ক্রিকেট সংস্থা।
ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘পাকিস্তান যেখানেই যাচ্ছে, তারা মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না। এপ্রিলে আমরা দক্ষিণ আফ্রিকা গেলাম, তারা তাদের খেলোয়াড়দের পাঠিয়ে দিলো আইপিএলে। পাকিস্তানে আসন্ন নিউ জিল্যান্ড সিরিজেও ৮ খেলোয়াড় সফর থেকে নাম প্রত্যাহার করল আইপিএল খেলবে বলে। সম্প্রতি ইংল্যান্ড সফরে ক্যাম্পে কোভিডের কারণে পুরো ইংল্যান্ড দল পাল্টে গেল।’ প্রতিপক্ষ দলগুলো পাকিস্তানকে হেলাফেলা করছে মনে করেন ইনজামাম, ‘আমার মনে হচ্ছে মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে না পারায় পাকিস্তান দল সঠিক অনুশীলন করতে পারছে না। আইসিসি কী করছে? তারা কী বার্তা দেওয়ার চেষ্টা করছে? খেলোয়াড়রা ব্যক্তিগত লিগগুলোকে গুরুত্ব দিচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটকে নয়। বিষয়টা আন্তর্জাতিক ক্রিকেটকে অবজ্ঞা করার মতো। ভালোভাবে খেয়াল করে দেখুন, এটা কেবল পাকিস্তানের বিপক্ষে ঘটছে।’ তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ড পাকিস্তানে যাচ্ছে। ১৭ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। দুই দিন পর আমিরাতে শুরু হবে স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় ধাপ।
উইলিয়ামসনরা নেই, আইসিসির নীরবতায় ক্ষুব্ধ ইনজামাম
ট্যাগস :
উইলিয়ামসনরা নেই
জনপ্রিয় সংবাদ