ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

উইলিয়ামসন ফেরায় মধুর সমস্যায় নিউ জিল্যান্ড

  • আপডেট সময় : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চোট কাটিয়ে কেন উইলিয়ামসন ফিরেছেন। একাদশেও তিনি ফিরবেন নিশ্চিতভাবেই। নিজের ব্যাটিং পজিশনও তার ফিরে পাওয়ার কথা। সব মিলিয়ে তাকে ফিরে পেয়ে স্বস্তি পাওয়ার কথা দলেরও। তবে খানিকটা ঝামেলার কথাও বললেন কোচ গ্যারি স্টেড। যেটাকে বলা যায় মধুর বিড়ম্বনা। একাদশ নিয়ে যে এখন বাড়তি মাথা ঘামাতে হবে টিম ম্যানেজমেন্টকে! নিউ জিল্যান্ডের অধিনায়ক-কোচকে মধুর সেই সমস্যা উপহার দিয়েছেন উইল ইয়াং। চোটের কারণে সবশেষ ভারত সফরে ছিলেন না উইলিয়ামসন। দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের বদলে তিন নম্বরে ব্যাট করে ওই সিরিজে ম্যান অব দা সিরিজ হন ইয়াং। ৩-০ ব্যবধানের ঐতিহাসিক সেই জয়ে শেষ টেস্টে তিনি দুই ইনিংসেই খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। আগের টেস্টে এমন পারফর্ম করা একজনকে বাদ দেওয়ার উপায় নেই। সামনে ইংল্যান্ডের বিপক্ষেও নিশ্চিতভাবে একাদশে থাকছেন ইয়াং। তবে তিন নম্বরে তিনি থাকতে পারবেন কি না, সেই নিশ্চয়তা নেই। উইলিয়ামসন যে ফিরছেন!
টেস্ট দলে ফেরার আগে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে প্রায় পাঁচ বছর পর খেলতে নেমে ফিফটি করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি ফেরার পর একাদশের চেহারা ও সমন্বয় কেমন হবে, সেটিই এখন টিম ম্যানেজমেন্টের গবেষণার বিষয়, বললেন কোচ গ্যারি স্টেড। “কেন (উইলিয়ামসন) অবশ্যই একাদশে ফিরছে। আমরা সবাই জানি, সে দুর্দান্ত ক্রিকেটার এবং তার ফেরাটা দল নির্বাচন নিয়ে কিছুটা মাথাব্যথার কারণ হয়ে উঠছে আমার ও টমের (অধিনায়ক টম ল্যাথাম) জন্য। আগামী দু-একদিন এটা নিয়েই মাথা ঘামাতে হবে আমাদের।” এমনিতে উইলিয়ামসনের পজিশন তিন নম্বর। ১৮০ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে ১৬০ ইনিংসেই তিনে ব্যাট করেছেন তিনি। তার ৩২ টেস্ট সেঞ্চুরির ৩০টিই এ পজিশনে। ইয়াং আগে ওপেন করেছেন বেশ কয়েকবার। উইলিয়ামসনের সঙ্গে খেলার সময় চার-পাঁচেও ব্যাট করেছেন। তবে এবার উইলিয়ামসের তিনে খেলা এখনও নিশ্চিত নয় বলেই ইঙ্গিত মিলল কোচের কথায়। “কেন (উইলিয়ামসন) বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন এবং এই লাইন-আপে কোথাও না কোথাও সে থাকবেই। সেটিকে ঘিরে গোটা দলটাকে আমরা কীভাবে দেখতে চাই, এসবই ঠিক করতে হবে আমাদের।” গত বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের তিন ম্যাচের সিরিজ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

উইলিয়ামসন ফেরায় মধুর সমস্যায় নিউ জিল্যান্ড

আপডেট সময় : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: চোট কাটিয়ে কেন উইলিয়ামসন ফিরেছেন। একাদশেও তিনি ফিরবেন নিশ্চিতভাবেই। নিজের ব্যাটিং পজিশনও তার ফিরে পাওয়ার কথা। সব মিলিয়ে তাকে ফিরে পেয়ে স্বস্তি পাওয়ার কথা দলেরও। তবে খানিকটা ঝামেলার কথাও বললেন কোচ গ্যারি স্টেড। যেটাকে বলা যায় মধুর বিড়ম্বনা। একাদশ নিয়ে যে এখন বাড়তি মাথা ঘামাতে হবে টিম ম্যানেজমেন্টকে! নিউ জিল্যান্ডের অধিনায়ক-কোচকে মধুর সেই সমস্যা উপহার দিয়েছেন উইল ইয়াং। চোটের কারণে সবশেষ ভারত সফরে ছিলেন না উইলিয়ামসন। দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের বদলে তিন নম্বরে ব্যাট করে ওই সিরিজে ম্যান অব দা সিরিজ হন ইয়াং। ৩-০ ব্যবধানের ঐতিহাসিক সেই জয়ে শেষ টেস্টে তিনি দুই ইনিংসেই খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। আগের টেস্টে এমন পারফর্ম করা একজনকে বাদ দেওয়ার উপায় নেই। সামনে ইংল্যান্ডের বিপক্ষেও নিশ্চিতভাবে একাদশে থাকছেন ইয়াং। তবে তিন নম্বরে তিনি থাকতে পারবেন কি না, সেই নিশ্চয়তা নেই। উইলিয়ামসন যে ফিরছেন!
টেস্ট দলে ফেরার আগে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে প্রায় পাঁচ বছর পর খেলতে নেমে ফিফটি করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি ফেরার পর একাদশের চেহারা ও সমন্বয় কেমন হবে, সেটিই এখন টিম ম্যানেজমেন্টের গবেষণার বিষয়, বললেন কোচ গ্যারি স্টেড। “কেন (উইলিয়ামসন) অবশ্যই একাদশে ফিরছে। আমরা সবাই জানি, সে দুর্দান্ত ক্রিকেটার এবং তার ফেরাটা দল নির্বাচন নিয়ে কিছুটা মাথাব্যথার কারণ হয়ে উঠছে আমার ও টমের (অধিনায়ক টম ল্যাথাম) জন্য। আগামী দু-একদিন এটা নিয়েই মাথা ঘামাতে হবে আমাদের।” এমনিতে উইলিয়ামসনের পজিশন তিন নম্বর। ১৮০ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে ১৬০ ইনিংসেই তিনে ব্যাট করেছেন তিনি। তার ৩২ টেস্ট সেঞ্চুরির ৩০টিই এ পজিশনে। ইয়াং আগে ওপেন করেছেন বেশ কয়েকবার। উইলিয়ামসনের সঙ্গে খেলার সময় চার-পাঁচেও ব্যাট করেছেন। তবে এবার উইলিয়ামসের তিনে খেলা এখনও নিশ্চিত নয় বলেই ইঙ্গিত মিলল কোচের কথায়। “কেন (উইলিয়ামসন) বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন এবং এই লাইন-আপে কোথাও না কোথাও সে থাকবেই। সেটিকে ঘিরে গোটা দলটাকে আমরা কীভাবে দেখতে চাই, এসবই ঠিক করতে হবে আমাদের।” গত বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের তিন ম্যাচের সিরিজ।