ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

উইন্ডোজ ১১-তে আসছে ইন্টারনেটের গতি পরীক্ষার ফিচার

  • আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ১১-এর সর্বশেষ বেটা প্রিভিউ বিল্ডে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এর মধ্যে অন্যতম হচ্ছে নেটওয়ার্ক ফ্লাইআউটে সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট করার সুবিধা।
প্রযুক্তি সাইট ‘নিওউইন’ লিখেছে, ফিচারটি প্রথম এক এক্স ব্যবহারকারী নজরে আনেন। তিনি বলেন, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন যুক্ত হতে যাচ্ছে। এ ছাড়া নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্টের শর্টকাট দেখা যাবে। এটি নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিং অপশনের পাশে থাকবে। তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো ফিচার নয়। মূলত এটি ‘বিং’এর স্পিড টেস্টিং টুলে নিয়ে যায়। যদিও নিজস্ব টুল না হলেও ফিচারটি অনেকের কাছে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ, ঠিক প্রয়োজনীয় জায়গাতেই শর্টকাটটি রাখা হয়েছে। মাইক্রোসফট চূড়ান্ত সংস্করণ আনার আগে এর ধরন পরিবর্তন করতে পারে।
অন্যদিকে যারা ফিচারটি আনুষ্ঠানিকভাবে আসার জন্য অপেক্ষা করতে চান না তারা এখনই বিকল্পভাবে ইন্টারনেট স্পিড মাপতে পারেন। উইন্ডোজের ‘পাওয়ারটয়েজ’ অ্যাপের রান লঞ্চারে একটি বিশেষ মডিউল রয়েছে যার মাধ্যমে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি স্পিড টেস্ট করা সম্ভব।

সানা/আপ্র/১৫/০৯/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিনি খাওয়া বাদ দিলে প্রথম ৪ সপ্তাহে শরীরে যা ঘটে

উইন্ডোজ ১১-তে আসছে ইন্টারনেটের গতি পরীক্ষার ফিচার

আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ১১-এর সর্বশেষ বেটা প্রিভিউ বিল্ডে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এর মধ্যে অন্যতম হচ্ছে নেটওয়ার্ক ফ্লাইআউটে সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট করার সুবিধা।
প্রযুক্তি সাইট ‘নিওউইন’ লিখেছে, ফিচারটি প্রথম এক এক্স ব্যবহারকারী নজরে আনেন। তিনি বলেন, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন যুক্ত হতে যাচ্ছে। এ ছাড়া নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্টের শর্টকাট দেখা যাবে। এটি নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিং অপশনের পাশে থাকবে। তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো ফিচার নয়। মূলত এটি ‘বিং’এর স্পিড টেস্টিং টুলে নিয়ে যায়। যদিও নিজস্ব টুল না হলেও ফিচারটি অনেকের কাছে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ, ঠিক প্রয়োজনীয় জায়গাতেই শর্টকাটটি রাখা হয়েছে। মাইক্রোসফট চূড়ান্ত সংস্করণ আনার আগে এর ধরন পরিবর্তন করতে পারে।
অন্যদিকে যারা ফিচারটি আনুষ্ঠানিকভাবে আসার জন্য অপেক্ষা করতে চান না তারা এখনই বিকল্পভাবে ইন্টারনেট স্পিড মাপতে পারেন। উইন্ডোজের ‘পাওয়ারটয়েজ’ অ্যাপের রান লঞ্চারে একটি বিশেষ মডিউল রয়েছে যার মাধ্যমে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি স্পিড টেস্ট করা সম্ভব।

সানা/আপ্র/১৫/০৯/২০২৫