ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

উইন্ডোজের নতুন সংস্করণে বিশেষ ফিচার হয়ে আসছে স্পটিফাই

  • আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্যুক্তি ডেস্ক : উইন্ডোজ-১১ এর বিশেষ ফিচার হিসেবে মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। সম্প্রতি টুইটারে উইন্ডোজ-১১ এর ‘ফোকাস সেশন’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিষয়ক প্রধান পানোস পানায়। আর ওই ফোকাস সেশনেই যোগ হচ্ছে স্পটিফাই।
দ্য ভার্জ জানিয়েছে, ফোকাস সেশনের অংশ হিসেবে কোনো কাজ করার সময় ‘ফোকাস টাইমার’ তৈরি করা যাবে। ওই সময়ে পেছনে বাজতে থাকবে স্পটিফাই-এর প্লেলিস্ট।
সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত উইন্ডোজ-১১ এর পরীক্ষামূলক সংস্করণে ফোকাস সেশন এখনও যোগ করেনি মাইক্রোসফট। তবে পানোস পানায়ের টুইটার পোস্টের ভিত্তিতে ভার্জ জানিয়েছে, অপারেটিং সিস্টেমটির ‘ক্লক’ অ্যাপের বিল্ট-ইন ফিচার হিসেবে থাকতে পারে ফোকাস সেশন। ধারণা করা হচ্ছে ‘পোমোদোরো’ কৌশল খাটানো হচ্ছে এই ক্ষেত্রে। কাজের পুরো সময়কে ছোট ছোট অংশে ভাগ করার এবং মাঝে মাঝে কাজ থেকে বিশ্রাম নেওয়ার কৌশল এটি।
সময় আলাদা করে রেখে একাধিক কাজ শেষ করার জন্য বাজারে একাধিক ‘পোমোদোরো’ অ্যাপ ও ওয়েবসাইট আছে। মাইক্রোসফট হয়তো ফোকাস সেশনে স্পটিফাই যোগ করার মাধ্যমে প্রতিযোগীদের থেকে নিজেদের আলাদা করার চেষ্টা করছে– মন্তব্য করেছে ভার্জ।
২০১৭ সালে ‘গ্রুভ মিউজিক সার্ভিস’ বন্ধ করার পর স্পটিফাই-মাইক্রোসফট জোটের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছে সাইটটি। ওই সময়ে গ্রুভ মিউজিক-এর সাবস্ক্রাইবারদের প্রতিদ্বন্দ্বী প্লাটফর্ম স্পটিফাইতে স্থানান্তর করতে প্রতিষ্ঠানটির সঙ্গে একযোগে কাজ করেছিলো মাইক্রোসফট। এ ছাড়াও, উইন্ডোজ ১০ এবং এক্সবক্স কনসোলের অ্যাপ নিয়ে একসঙ্গে কাজ করেছে মাইক্রোসফট ও স্পটিফাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

উইন্ডোজের নতুন সংস্করণে বিশেষ ফিচার হয়ে আসছে স্পটিফাই

আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

প্যুক্তি ডেস্ক : উইন্ডোজ-১১ এর বিশেষ ফিচার হিসেবে মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। সম্প্রতি টুইটারে উইন্ডোজ-১১ এর ‘ফোকাস সেশন’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিষয়ক প্রধান পানোস পানায়। আর ওই ফোকাস সেশনেই যোগ হচ্ছে স্পটিফাই।
দ্য ভার্জ জানিয়েছে, ফোকাস সেশনের অংশ হিসেবে কোনো কাজ করার সময় ‘ফোকাস টাইমার’ তৈরি করা যাবে। ওই সময়ে পেছনে বাজতে থাকবে স্পটিফাই-এর প্লেলিস্ট।
সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত উইন্ডোজ-১১ এর পরীক্ষামূলক সংস্করণে ফোকাস সেশন এখনও যোগ করেনি মাইক্রোসফট। তবে পানোস পানায়ের টুইটার পোস্টের ভিত্তিতে ভার্জ জানিয়েছে, অপারেটিং সিস্টেমটির ‘ক্লক’ অ্যাপের বিল্ট-ইন ফিচার হিসেবে থাকতে পারে ফোকাস সেশন। ধারণা করা হচ্ছে ‘পোমোদোরো’ কৌশল খাটানো হচ্ছে এই ক্ষেত্রে। কাজের পুরো সময়কে ছোট ছোট অংশে ভাগ করার এবং মাঝে মাঝে কাজ থেকে বিশ্রাম নেওয়ার কৌশল এটি।
সময় আলাদা করে রেখে একাধিক কাজ শেষ করার জন্য বাজারে একাধিক ‘পোমোদোরো’ অ্যাপ ও ওয়েবসাইট আছে। মাইক্রোসফট হয়তো ফোকাস সেশনে স্পটিফাই যোগ করার মাধ্যমে প্রতিযোগীদের থেকে নিজেদের আলাদা করার চেষ্টা করছে– মন্তব্য করেছে ভার্জ।
২০১৭ সালে ‘গ্রুভ মিউজিক সার্ভিস’ বন্ধ করার পর স্পটিফাই-মাইক্রোসফট জোটের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছে সাইটটি। ওই সময়ে গ্রুভ মিউজিক-এর সাবস্ক্রাইবারদের প্রতিদ্বন্দ্বী প্লাটফর্ম স্পটিফাইতে স্থানান্তর করতে প্রতিষ্ঠানটির সঙ্গে একযোগে কাজ করেছিলো মাইক্রোসফট। এ ছাড়াও, উইন্ডোজ ১০ এবং এক্সবক্স কনসোলের অ্যাপ নিয়ে একসঙ্গে কাজ করেছে মাইক্রোসফট ও স্পটিফাই।