ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

উইন্ডিজ-পাকিস্তান সিরিজে কমে গেল ম্যাচ

  • আপডেট সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রায় সব দেশই খেলছে ব্যস্ত সূচিতে। পিঠাপিঠি সিরিজ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এক সিরিজে সূচিতে রদবদলে তাই আরেক সিরিজে প্রভাব পড়াটাই স্বাভাবিক। সেটাই হলো ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হওয়ার প্রভাবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের একটি ম্যাচ কমে গেছে। দুই বোর্ডের যৌথ সম্মতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে চারটিতে। তবে টেস্ট থাকছে দুটিই। জৈব সুরক্ষা বলয়ের ভেতরের একজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ জুলাই খেলা শুরুর আগ মুহূর্তে স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। নতুন করে সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সবার নেগেটিভ ফল আসার পর গত শনিবার মাঠে গড়ায় ম্যাচটি। এর প্রভাবে নির্ধারিত সময়ের একদিন পর আগামী বুধবার শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিক স্কেরিট জানান, পিসিবির সঙ্গে নানা দিক নিয়ে আলোচনার পর প্রথম টি-টোয়েন্টি বাতিল করাই তাদের কাছে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে। সিরিজের বাকি সূচি অপরিবর্তিত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপে আছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উইন্ডিজ-পাকিস্তান সিরিজে কমে গেল ম্যাচ

আপডেট সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : প্রায় সব দেশই খেলছে ব্যস্ত সূচিতে। পিঠাপিঠি সিরিজ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এক সিরিজে সূচিতে রদবদলে তাই আরেক সিরিজে প্রভাব পড়াটাই স্বাভাবিক। সেটাই হলো ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হওয়ার প্রভাবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের একটি ম্যাচ কমে গেছে। দুই বোর্ডের যৌথ সম্মতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে চারটিতে। তবে টেস্ট থাকছে দুটিই। জৈব সুরক্ষা বলয়ের ভেতরের একজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ জুলাই খেলা শুরুর আগ মুহূর্তে স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। নতুন করে সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সবার নেগেটিভ ফল আসার পর গত শনিবার মাঠে গড়ায় ম্যাচটি। এর প্রভাবে নির্ধারিত সময়ের একদিন পর আগামী বুধবার শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিক স্কেরিট জানান, পিসিবির সঙ্গে নানা দিক নিয়ে আলোচনার পর প্রথম টি-টোয়েন্টি বাতিল করাই তাদের কাছে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে। সিরিজের বাকি সূচি অপরিবর্তিত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপে আছে।