ক্রীড়া ডেস্ক : ৯ ওভারে নেমে আসা ম্যাচের মাঝপথে ফিরে এলো বৃষ্টি। ভাসিয়ে দিল পাকিস্তানের রান তাড়ার রোমাঞ্চ। পরিত্যক্ত হয়ে গেল প্রথম টি-টোয়েন্টি। বারবাডোজে বুধবার টসের পরপরই বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। স্বাগতিকরা ৫ উইকেটে ৮৫ রান করার পর আবার নামে বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি। স্থানীয় সময় বেলা দুইটার সময় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লেন্ডল সিমন্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। না, আউট হননি ডানহাতি এই ওপেনার। পাকিস্তানের অভিষিক্ত পেসার মোহাম্মদ ওয়াসিমের গতিময় বাউন্সারে পুল করার চেষ্টায় বলের লাইন মিস করে তিনি আঘাত পান গলায়। ফিজিও আসার পর স্লিংয়ে ডানহাত ঝুলিয়ে মাঠ ছাড়েন তিনি।
হাসান আলির স্লোয়ারে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার এভিন লুইস। তিনি পাকিস্তানের পেসারের ৫০তম শিকার। মোহাম্মদ হাফিজকে দুই ছক্কা মেরে সেই ওভারেই পয়েন্টে ক্যাচ দেন নিকোলাস পুরান। ছক্কা মারার পর লেগ স্পিনার উসমান কাদিরের বলে কট বিহাইন্ড হয়ে ফিরেন আন্দ্রে রাসেল। অভিষেকে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পান ওয়াসিম। তার বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরেন টি-টোয়েন্টি সফলতম ব্যাটসম্যান ক্রিস গেইল। ৫৪ বলের ম্যাচে ৩০টি ডট খেলে ওয়েস্ট ইন্ডিজ! এরপরও ৮৫ পর্যন্ত যায় কাইরন পোলার্ডের জন্য। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দুই ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ২২ রানে। তিনি ছাড়া দুই অঙ্কে যেতে পারেন কেবল পুরান (১২)। করোনাভাইরাসের ছোবলে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের সূচিতে পরিবর্তন আসায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের একটি ম্যাচ কমে যায়। এবার বৃষ্টিতে ভেসে গেল আরেকটি। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শনিবার মাঠে গড়াবে।
উইন্ডিজ ইনিংসের পর ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ