ক্রীড়া প্রতিবেদক : ‘জায়গায় কর, ও এমনিতেই কাঁপতাছে’ কিংবা ‘ সাকিব ভাই তাড়াতাড়ি আউট করেন বাসায় যাবো’- অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের পেছনে থেকে নুরুল হাসান সোহানের করা এমন উক্তিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে খুব। এমনকি প্রেরণাদায়ী এসব কথার জন্য তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান প্রশংসাতেও ভাসছেন সেখানে।
একটি দৃশ্যের অবতারণা করা যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ১৪তম ওভারের প্রথম বলে নাথান এলিসকে আউট করে অজিদের নবম উইকেটের পতন ঘটান সাকিব। এরপর ক্রিজে নামেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। নুরুল হাসান সোহান পেছন থেকে বলতে থাকেন- ‘সাকিব ভাই, তাড়াতাড়ি আউট করেন; বাসায় যাবো।’ স্টাম্প মাইকে ধরা পড়ে সোহানের এই কথা। পুরো অস্ট্রেলিয়া সিরিজে বহুবার সোহানের এমন মজার মজার কথা ধরা পড়েছে স্টাম্প মাইকে। এরমধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সর্বশেষটাই।
শুধু অস্ট্রেলিয়া সিরিজই নয়, জিম্বাবুয়েতেও উইকেটের পেছনে থেকে নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করেছেন সোহান। দুটো সিরিজজুড়ে এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলারদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে মেহেদী, সাকিব কিংবা নাসুম যে কোন স্পিনারই আসুক না কেন, উইকেটের পেছনে থেকে তাদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
মূলত সোহানের সাহসই তাকে আলাদা করে তুলেছে। ২২ গজে বোলারদের চোখে চোখ রেখে ব্যাট হাতে শাসন করা, উইকেটের পেছনেও সাবলীল থাকা- সব মিলিয়ে সোহান নিজেকে পারফেক্ট প্যাকেজে পরিণত করেছেন।
উইকেটের পেছন থেকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সোহান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ