ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ঈদ নিয়ে অনলাইনে যত আয়োজন

  • আপডেট সময় : ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ঈদ উপলক্ষে অনলাইন কেনাকাটায় বিভিন্ন আয়োজন রেখেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়।
গ্যাজেটে ছাড় : ঈদুল ফিতর ক্যাম্পেইন চালু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট-স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদিতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ৎড়নর
রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ৎড়নরংযড়ঢ়.পড়স.নফ/র/বরফ-ঁষ-ভরঃৎ-পধসঢ়ধরমহ-২০২২) গিয়ে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইনের আওতায় রয়েছে ভিভো, অপো, স্যামসাং ও মটোরোলা হ্যান্ডসেট।
অনলাইনে আসল চামড়ার পণ্য : দেশীয় ব্র্যান্ড ইকো লাইফস্টাইল ও ইকো লেদারগুডসের পণ্য এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে। রাজধানীতে রয়েছে প্রতিষ্ঠানটির ছয়টি শো-রুম। সরাসরি কেনার পাশাপাশি ঘরে বসেই যেন গ্রাহকরা আসল চামড়ার পণ্য কিনতে পারেন, সেই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কর্ণধার ফৌজিয়া আবেদীন বলেন, আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে শতভাগ চামড়াজাত পণ্যের একটি দেশি ব্র্যান্ড তৈরি করা। তিনি আরও বলেন, ভোক্তাদের চাহিদা অনুযায়ী পালকের মতো হাল্কা শীত, তাপ ও আর্দ্রতার সঙ্গে মানানসই চামড়াজাত পণ্যের নিশ্চয়তা প্রদান করাই আমাদের লক্ষ্য। অনলাইনে অর্ডার করলে দ্রুততার সঙ্গে তা পৌঁছে দেওয়া হবে দেশের যে কোনো প্রান্তে। ডেলিভারি চার্জও অনেক কম। বিস্তারিত জানতে ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/বপড়ষরভবংঃুষবনফ/ ভিজিট করা যেতে পারে।
গ্যাজেট, অ্যাকসেসরিজ ও ইলেকট্রনিক পণ্যে অফার : অনলাইন শপ যঃঃঢ়ং://িি.িংধষবীঃৎধ.পড়স.নফ/-তে বিভিন্ন গ্যাজেট, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ ও ইলেকট্রনিক পণ্যে অফার চলছে ঈদ উপলক্ষে। ছাড়, উপহার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে পণ্য কিনলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদ নিয়ে অনলাইনে যত আয়োজন

আপডেট সময় : ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

প্রযুক্তি ডেস্ক : ঈদ উপলক্ষে অনলাইন কেনাকাটায় বিভিন্ন আয়োজন রেখেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়।
গ্যাজেটে ছাড় : ঈদুল ফিতর ক্যাম্পেইন চালু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট-স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদিতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ৎড়নর
রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ৎড়নরংযড়ঢ়.পড়স.নফ/র/বরফ-ঁষ-ভরঃৎ-পধসঢ়ধরমহ-২০২২) গিয়ে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইনের আওতায় রয়েছে ভিভো, অপো, স্যামসাং ও মটোরোলা হ্যান্ডসেট।
অনলাইনে আসল চামড়ার পণ্য : দেশীয় ব্র্যান্ড ইকো লাইফস্টাইল ও ইকো লেদারগুডসের পণ্য এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে। রাজধানীতে রয়েছে প্রতিষ্ঠানটির ছয়টি শো-রুম। সরাসরি কেনার পাশাপাশি ঘরে বসেই যেন গ্রাহকরা আসল চামড়ার পণ্য কিনতে পারেন, সেই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কর্ণধার ফৌজিয়া আবেদীন বলেন, আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে শতভাগ চামড়াজাত পণ্যের একটি দেশি ব্র্যান্ড তৈরি করা। তিনি আরও বলেন, ভোক্তাদের চাহিদা অনুযায়ী পালকের মতো হাল্কা শীত, তাপ ও আর্দ্রতার সঙ্গে মানানসই চামড়াজাত পণ্যের নিশ্চয়তা প্রদান করাই আমাদের লক্ষ্য। অনলাইনে অর্ডার করলে দ্রুততার সঙ্গে তা পৌঁছে দেওয়া হবে দেশের যে কোনো প্রান্তে। ডেলিভারি চার্জও অনেক কম। বিস্তারিত জানতে ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/বপড়ষরভবংঃুষবনফ/ ভিজিট করা যেতে পারে।
গ্যাজেট, অ্যাকসেসরিজ ও ইলেকট্রনিক পণ্যে অফার : অনলাইন শপ যঃঃঢ়ং://িি.িংধষবীঃৎধ.পড়স.নফ/-তে বিভিন্ন গ্যাজেট, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ ও ইলেকট্রনিক পণ্যে অফার চলছে ঈদ উপলক্ষে। ছাড়, উপহার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে পণ্য কিনলে।