ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ঈদ করতে দেশে আসছেন শাকিব খান

  • আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : প্রায় পাঁচ মাস ধরে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। এবার তিনি ঈদ করতে দেশে ফিরছেন। আগামী ২৫ এপ্রিল শাকিব খানের দেশে ফেরার সম্ভাবনার কথা ডেইলি বাংলাদেশকে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। প্রায় মাস খানেক অবস্থান করার পর ফের জুনের শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন এই নায়ক। সূত্রটির দাবি, দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানের একটি আয়োজনের অতিথি হবেন। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের। শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন এ নায়ক। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঈদ করতে দেশে আসছেন শাকিব খান

আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : প্রায় পাঁচ মাস ধরে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। এবার তিনি ঈদ করতে দেশে ফিরছেন। আগামী ২৫ এপ্রিল শাকিব খানের দেশে ফেরার সম্ভাবনার কথা ডেইলি বাংলাদেশকে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। প্রায় মাস খানেক অবস্থান করার পর ফের জুনের শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন এই নায়ক। সূত্রটির দাবি, দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানের একটি আয়োজনের অতিথি হবেন। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের। শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন এ নায়ক। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার।