ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ঈদ আনন্দ সমাচার

  • আপডেট সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

শাহনেওয়াজ কবির ইমন

সন্ধ্যার আকাশে উঠেছে নূতন চাঁদ;
জানালো, ঈদের খুশির সে সংবাদ।
খুশিতে-মায়াতে জড়ায়েছে দেহ-মন!
চাঁদরাতে তাই বিস্তর সব আয়োজন।

কে কোথায় তোরা, হাতে হাত লাগা;
কত কাজ বাঁকি, কতক হলো সারা।
হিসেব কষে সাবধানে হাতটা চালা;
শুধু মেহেদি হাতে হসনে দিশেহারা!

এলো যে খুশির ছোঁয়া রোজার শেষে,
আনন্দের করাঘাত নাড়ছে ঘরে ঘরে।
মনে থাক সংযমে রহমতের হাতছানি;
জীবন বোধে ব্যর্থ হোক সব দুশমনি।

চলো বিলিয়ে দিই সুমধুর ভালোবাসা;
রঙে-রূপে সাজাই এই রূপসী বাংলা।
এ দেশে সবাই পায় যেন সমান মর্যাদা;
তাই রেখে যাই একতা আর তাকওয়া।

ঈদ যেন হয় সকল বঞ্চিত-পীড়িতের;
হকদার হোক তারা, মানুষের মহব্বতের।
ভাতৃত্বের বন্ধন থাকুক অটুট চিরতরে;
এমনতর খুশির ঈদ আসুক বারে বারে।

সবার ওপর বর্ষিত হোক খোদার রহমত!
মানুষের হক আদায় হোক, দাও জাকাত।
সব ভেদাভেদ ভুলে প্রত্যেকে মিলাও বুক,
জানাও ঈদের সালাম, বলো ঈদ মোবারক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঈদ আনন্দ সমাচার

আপডেট সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

 

শাহনেওয়াজ কবির ইমন

সন্ধ্যার আকাশে উঠেছে নূতন চাঁদ;
জানালো, ঈদের খুশির সে সংবাদ।
খুশিতে-মায়াতে জড়ায়েছে দেহ-মন!
চাঁদরাতে তাই বিস্তর সব আয়োজন।

কে কোথায় তোরা, হাতে হাত লাগা;
কত কাজ বাঁকি, কতক হলো সারা।
হিসেব কষে সাবধানে হাতটা চালা;
শুধু মেহেদি হাতে হসনে দিশেহারা!

এলো যে খুশির ছোঁয়া রোজার শেষে,
আনন্দের করাঘাত নাড়ছে ঘরে ঘরে।
মনে থাক সংযমে রহমতের হাতছানি;
জীবন বোধে ব্যর্থ হোক সব দুশমনি।

চলো বিলিয়ে দিই সুমধুর ভালোবাসা;
রঙে-রূপে সাজাই এই রূপসী বাংলা।
এ দেশে সবাই পায় যেন সমান মর্যাদা;
তাই রেখে যাই একতা আর তাকওয়া।

ঈদ যেন হয় সকল বঞ্চিত-পীড়িতের;
হকদার হোক তারা, মানুষের মহব্বতের।
ভাতৃত্বের বন্ধন থাকুক অটুট চিরতরে;
এমনতর খুশির ঈদ আসুক বারে বারে।

সবার ওপর বর্ষিত হোক খোদার রহমত!
মানুষের হক আদায় হোক, দাও জাকাত।
সব ভেদাভেদ ভুলে প্রত্যেকে মিলাও বুক,
জানাও ঈদের সালাম, বলো ঈদ মোবারক।