ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ঈদে ‘লালু’ হয়ে ‘গলুই’ নিয়ে আসছেন শাকিব খান

  • আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘গলুই’; সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
প্রযোজক খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে; আরও কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে।
গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক।
অলিক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”
জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব; চলতি বছরই তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী; তারা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে।
‘অন্তরাত্মা’ নামে আরেকটি সিনেমা ঈদে মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।
মুক্তির অপেক্ষায় থাকা শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বিদ্রোহী’ নামে আরেকটি সিনেমা এবার ঈদে আসবে কি না-তা এখনও চূড়ান্ত হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ঈদে ‘লালু’ হয়ে ‘গলুই’ নিয়ে আসছেন শাকিব খান

আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘গলুই’; সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
প্রযোজক খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে; আরও কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে।
গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক।
অলিক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”
জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব; চলতি বছরই তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী; তারা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে।
‘অন্তরাত্মা’ নামে আরেকটি সিনেমা ঈদে মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।
মুক্তির অপেক্ষায় থাকা শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বিদ্রোহী’ নামে আরেকটি সিনেমা এবার ঈদে আসবে কি না-তা এখনও চূড়ান্ত হয়নি।