বিনোদন ডেস্ক : আইসিটি বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ওয়ালটন নিবেদিত এই সিনেমাটি পরিচালনা করেন দীপংকর দীপন। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা ও এর মোশন পোস্টা উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীরসহ সিনেমাটির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
আসছে বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’। সিনেমাটি নিয়ে প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক বলেন, অন্তর্জাল এমন একটি চলচ্চিত্র হতে যাচ্ছে, যেটি সবাইকে দেখতে বাধ্য করবে। তারুণ্যের প্রতিটি ভালো কাজেই আমার সমর্থন থাকে। আর যদি হয় দেশের জন্য তাহলে আমি দুইবার ভেবে দেখিনা। আমার খুবই আনন্দ লাগছে এমন একটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। তিনি আরো বলেন, খুবই আনন্দের সংবাদ হচ্ছে আমরা যখন অন্তর্জাল সিনেমার টিজার উন্মোচন করলাম আর আজকে সকালে প্রধানমন্ত্রী রাজশাহীতে একটি হাইটেক পার্কে অত্যাধুনিক সিনেপ্লেক্স উদ্বোধন করেন। আরো ১২টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স করবো। তিনি বলেন, আগামীদিনে যাতে আমাদের দেশের তরুণরা সাইবার সচেতন হন সেই উদ্দেশ্য থেকেই এই অন্তর্জাল চলচ্চিত্র নির্মাণে উদ্যোগ গ্রহণ করি। আমি ধন্যবাদ জানাই আমাদের যারা স্পন্সর আছেন। ওয়ালটনসহ সবাইকে। অন্তর্জাল’র চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। ইতিমধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে বলে পরিচালক নিশ্চিত করেন। এই সিনেমায় সিয়াম লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে।
অনুষ্ঠানে অভিনেতা সিয়াম চলচ্চিত্রে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে কারা প্রেজেন্ট করবে? অবশ্যই তরুণরা। তেমনি একটি বিশ্বজয় করার স্বপ্ন দেখা তরুণের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি চলচ্চিত্রটি দেখলে কেউ ঠকবে না। সবাই হলে গিয়ে ‘অন্তর্জাল’ দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। সিনেমায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, এমন সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। আপনারা হলে গেলেই সেটি বুঝতে পারবেন। এ সিনেমায় নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এটি আমার সিনে ক্যারিয়ারের সেরা একটি কাজ হতে যাচ্ছে। তাই এমন একটি কাজে আমাকে যুক্ত করার জন্য পরিচালক এবং সকল টিমমেটদের ধন্যবাদ। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবোট নিয়ে কাজ করেন। ‘অন্তর্জাল’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে সুনেরাহ বলেন, আমি এই সিনেমায় রোবট নিয়ে কাজ করি। এটি একটি নতুন অভিজ্ঞতা। আমি চরিত্রটি পাওয়ার পর এখন শুধু রোবট নিয়ে স্বপ্ন দেখি। এটি একটি তারুণ্য নির্ভর কাজ। যারা শুধু দেশের জন্য চিন্তা করে। দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে। এমন একটি কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য দীপন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। নির্মাতা দীপংকর দীপন বলেন, আমি একজন স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখতে পছন্দ করি। এটি আমার একটি স্বপ্নের সিনেমা। শুধু এইটুকু বলবো সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকুন।
ঈদে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ