বিনোদন ডেস্ক: ঈদে মুক্তির অপেক্ষায় আছে কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’। ইতিহাস খ্যাত এই নায়ক তার এ ছবিটির পোস্টার প্রকাশ করে জানালেন ঈদে আসছেন! এর আগে কাজী হায়াৎ ও রওশন আরা নীপা পরিচালিত ‘গ্রিন কার্ড’ ২৫ মার্চ সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিলো, ঈদে সিনেমা মুক্তির মিছিলে যুক্ত হচ্ছে এটি! এরপর চ্যানেল আই অনলাইনেক দেয়া এক সাক্ষাৎকারে ‘গ্রিন কার্ড’ ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কাজী মারুফ। মারুফ নিজে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।
কাজী মারুফ বলেন, আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস তারা এ ছবি দেখে পছন্দ করবেন। কাজী মারুফ মনে করেন, যুগ বদলেছে, ঈদের ছবি মানেই নাচে গানে ভরপুর ছবি সেই যুগতো এখন আর নেই। তিনি বলেন, যে ছবিতে মানুষ নিজের কথা বা গল্প খুঁজে পায় সেই ছবি পছন্দ করে। এখনও পর্যন্ত যেসব ছবি হিট করেছে সেগুলো তাই হয়েছে। আমার এই ছবি পুরোপুরিভাবে মানুষের কথা বলা হয়েছে। এ কারণে আমি বলতে পারি এটা ঈদের ছবি। ছবি দেখে দর্শক যা বলবে সেই স্টেটমেন্টটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঈদে বাস্তব জীবনের ছবি নিয়ে আসছেন কাজী মারুফ
জনপ্রিয় সংবাদ