লাইফস্টাইল ডেস্ক: ঈদ উৎসব আরও জমজমাট করে তুলতে করতে বাটা নিয়ে এসেছে নতুন ‘স্টারলাইট’ কালেকশন। ক্ল্যাসিক ও আধুনিক ডিজাইনের এই জুতাগুলো ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলবে।
নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল। এর পাশাপাশি, পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতো। শিশুদের জন্যও থাকছে বিশেষ কালেকশন।
বাটা কতৃপক্ষ জানিয়েছে, সবার সাধ্যের মধ্যেই জুতার মূল্য নির্ধারণ করা হয়েছে।
পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ টাকা থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ টাকা থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ টাকা থেকে ৩ হাজার ৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতোর পাশাপাশি ঈদকে সামনে রেখে বর্তমানে আরো ১ হাজারেরও বেশি নতুন ডিজাইনের জুতো যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। দেশজুড়ে বাটার ২৫০ এর বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে স্টারলাইটের এই কালেকশন।