বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে দীপ্ত টিভিতে দুই বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ঈদের দিন দুপুর ২টায় ‘মিশন এক্সট্রিম’ ও ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় ‘রাত জাগা ফুল’ প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ক্রপ ক্রিয়েশনের ব্যানারে ‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। সঙ্গে তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। গত বছরের ৩ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য ও পরিচালনা মীর সাব্বির। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।