ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ঈদে তিন দিন মিরপুরের মঞ্চে মামুনুর রশীদ

  • আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: একজন ষাটোর্ধ অবসরপ্রাপ্ত মানুষ এবং তার প্রতিবেশীর পোষ্য তুম্বার সঙ্গে সম্পর্ক নিয়ে নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’ আসছে মঞ্চে। রচনা ও নির্দেশনার পাশাপাশি এই নাটকে একক অভিনয় করছেন মামুনুর রশীদ। নাটকটি প্রযোজনা করেছে বাঙলা থিয়েটার। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সন্ধ্যা ৭টা এবং রাত সোয়া ৮টায় নাটকটি মঞ্চস্থ হবে ঢাকার মিরপুর–১১–এর ঋদ্ধি গ্যালারিতে। নাটকের ছয়টি প্রদর্শনী হবে বলে অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন মামুনুর রশীদ। তিনি বলেন, “মিরপুরে তো অনেক মানুষ বাস করে, কিন্তু সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে আছে। আর ঈদের আনন্দের সঙ্গে মঞ্চনাটক দেখার সুযোগ করে দেয়ার ভাবনা থেকেই আমরা মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির প্রদর্শনী করছি।” মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছেই ঋদ্ধি গ্যালারি। ফলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আগ্রহী দর্শক সেখানে যাতায়াত সহজ হবে বলে মনে করছেন এই বর্ষীয়ান নাট্যকার। মামুনুর রশীদ বলেন, “আশা করি দর্শক আসবেন, ঈদের আনন্দ আর ঘুরে বেড়ানোর পাশাপাশি নাটক দেখবেন।”

নাটকের গল্পে দেখা যাবে, রাহাত চৌধুরী ষাটোর্ধ একজন অবসরপ্রাপ্ত মানুষ। তিনি তার প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষ্য তুম্বার উপরে বিরক্ত ছিলেন। যে বিরক্তি সময়ের সাথে কেটে যায় এবং তুম্বার সঙ্গে রাহাত চৌধুরীর বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও রাহাত চৌধুরীকে এই সম্পর্কের জন্য চড়া মূল্যও দিতে হয়। একটা পর্যায়ে তার স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া তার কেউ থাকে না। ভাষাহীন একটি সম্পর্ক এগিয়ে চলে তাদের। নাটকটির সহযোগী নির্দেশক শামীমা শওকত লাভলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা এই নাটকটি নিয়ে নেপালে গিয়েছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল পিপলস থিয়েটার ফেস্টিভ্যালে নাটকটির দুইটি প্রদর্শনী হয়েছে। এবার ঢাকার দর্শকের সামনে আসছে নাটকটি।” নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন হাশিম মাসুদ, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, সংগীত পরিকল্পনা করেছেন মুক্তনীল এবং সংগীত প্রক্ষেপণে আছেন সৌরভ রায়। পোশাক পরিকল্পনা করেছেন সালমা খান রানু এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিফ হোসেন আপেল। পোশাক পরিকল্পনা করেছেন অপু মেহেদী।
ইতোমধ্যে ‘তুম্বা ও প্রতিবেশী’ নাটকটির আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলা থিয়েটার। টিকেটের জন্য যোগাযোগ করতে হবে- ০১৮৩১৯১০৯১৩ নম্বরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঈদে তিন দিন মিরপুরের মঞ্চে মামুনুর রশীদ

আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: একজন ষাটোর্ধ অবসরপ্রাপ্ত মানুষ এবং তার প্রতিবেশীর পোষ্য তুম্বার সঙ্গে সম্পর্ক নিয়ে নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’ আসছে মঞ্চে। রচনা ও নির্দেশনার পাশাপাশি এই নাটকে একক অভিনয় করছেন মামুনুর রশীদ। নাটকটি প্রযোজনা করেছে বাঙলা থিয়েটার। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সন্ধ্যা ৭টা এবং রাত সোয়া ৮টায় নাটকটি মঞ্চস্থ হবে ঢাকার মিরপুর–১১–এর ঋদ্ধি গ্যালারিতে। নাটকের ছয়টি প্রদর্শনী হবে বলে অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন মামুনুর রশীদ। তিনি বলেন, “মিরপুরে তো অনেক মানুষ বাস করে, কিন্তু সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে আছে। আর ঈদের আনন্দের সঙ্গে মঞ্চনাটক দেখার সুযোগ করে দেয়ার ভাবনা থেকেই আমরা মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির প্রদর্শনী করছি।” মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছেই ঋদ্ধি গ্যালারি। ফলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আগ্রহী দর্শক সেখানে যাতায়াত সহজ হবে বলে মনে করছেন এই বর্ষীয়ান নাট্যকার। মামুনুর রশীদ বলেন, “আশা করি দর্শক আসবেন, ঈদের আনন্দ আর ঘুরে বেড়ানোর পাশাপাশি নাটক দেখবেন।”

নাটকের গল্পে দেখা যাবে, রাহাত চৌধুরী ষাটোর্ধ একজন অবসরপ্রাপ্ত মানুষ। তিনি তার প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষ্য তুম্বার উপরে বিরক্ত ছিলেন। যে বিরক্তি সময়ের সাথে কেটে যায় এবং তুম্বার সঙ্গে রাহাত চৌধুরীর বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও রাহাত চৌধুরীকে এই সম্পর্কের জন্য চড়া মূল্যও দিতে হয়। একটা পর্যায়ে তার স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া তার কেউ থাকে না। ভাষাহীন একটি সম্পর্ক এগিয়ে চলে তাদের। নাটকটির সহযোগী নির্দেশক শামীমা শওকত লাভলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা এই নাটকটি নিয়ে নেপালে গিয়েছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল পিপলস থিয়েটার ফেস্টিভ্যালে নাটকটির দুইটি প্রদর্শনী হয়েছে। এবার ঢাকার দর্শকের সামনে আসছে নাটকটি।” নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন হাশিম মাসুদ, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, সংগীত পরিকল্পনা করেছেন মুক্তনীল এবং সংগীত প্রক্ষেপণে আছেন সৌরভ রায়। পোশাক পরিকল্পনা করেছেন সালমা খান রানু এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিফ হোসেন আপেল। পোশাক পরিকল্পনা করেছেন অপু মেহেদী।
ইতোমধ্যে ‘তুম্বা ও প্রতিবেশী’ নাটকটির আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলা থিয়েটার। টিকেটের জন্য যোগাযোগ করতে হবে- ০১৮৩১৯১০৯১৩ নম্বরে।