ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ঈদে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান

  • আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার তালেবান আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি ঘোষণা করে। এ নিয়ে তালেবান একটি বিবৃতি দিয়েছে। তালেবানের বিবৃতিতে বলা হয়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনো আক্রমণ চালাবে না। তবে এই তিন দিনে তাদের ওপর কোনো আক্রমণ করা হলে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া হবে বলে জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। গত বছরও তালেবান একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও শিগগির একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে। তালেবানের যুদ্ধবিরতি ঘোষণা দুদিন আগে গত শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের বাইরে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত অন্তত দেড় শ জন।
গত শনিবার শিয়া–অধ্যুষিত অঞ্চল দস্ত-ই-বার্চি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছাত্রী, যারা স্কুল শেষে বাড়ি ফিরছিল। গত শনিবারের রক্তক্ষয়ী হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান।
যুক্তরাষ্ট্র ১ মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশব্যাপী তালেবান হামলা বৃদ্ধি করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান

আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার তালেবান আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি ঘোষণা করে। এ নিয়ে তালেবান একটি বিবৃতি দিয়েছে। তালেবানের বিবৃতিতে বলা হয়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনো আক্রমণ চালাবে না। তবে এই তিন দিনে তাদের ওপর কোনো আক্রমণ করা হলে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া হবে বলে জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। গত বছরও তালেবান একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও শিগগির একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে। তালেবানের যুদ্ধবিরতি ঘোষণা দুদিন আগে গত শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের বাইরে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত অন্তত দেড় শ জন।
গত শনিবার শিয়া–অধ্যুষিত অঞ্চল দস্ত-ই-বার্চি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছাত্রী, যারা স্কুল শেষে বাড়ি ফিরছিল। গত শনিবারের রক্তক্ষয়ী হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান।
যুক্তরাষ্ট্র ১ মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশব্যাপী তালেবান হামলা বৃদ্ধি করেছে।