বিনোদন ডেস্ক: যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। এই চলচ্চিত্রে অনন্ত জলিল ও বর্ষা প্রথমবারের মতো নিজেদের প্রযোজনা ছাড়া অন্য প্রযোজনায় অভিনয় করেছেন। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেব প্রমুখ।
ঈদের ২য় দিন: গেল বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত অনন্য মামুনের আলোচিত ছবি ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। বড়পর্দায় মুক্তির প্রায় সাড়ে চার মাস পর এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
ঈদের ৩য় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী। তিনি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।
ঈদের ৪র্থ দিন: গেল বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক প্রযোজিত ও পরিচালিত ছবিটি ঈদের চতুর্থ দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।
ঈদের ৫ম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ নির্মাণ করে গেল বছর বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এমডি ইকবাল। তারকাবহুল এই ছবিটি নিয়ে তিনি বলেছিলেন,‘এ ধরনের ছবি বাংলাদেশে এর আগে কখনো তৈরী হয়নি’। ছবিটি নিয়ে একাধিকবার চ্যালেঞ্জও ছুড়েন তিনি। সেই আলোচিত ‘ডেডবডি’ এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চ্যানেল আইয়ে। ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।
ঈদের ৬ষ্ঠ দিন: ২০২৪ সালে আকাশ আচার্য্য নির্মাণ করেন ‘মাকড়সার জাল’ নামের একটি ছবি। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজার চিত্রনাট্যে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু। যা ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গ্রাম থেকে শহরে এসে চুরি আর ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেউ তার অপরাধ সম্পর্কে জানে না। তবে সে এসব থেকে বের হতে চায়। কিন্তু একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
ঈদের ৭ম দিন: ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। রাজনৈতিক পটপরিবর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়। পরে চলতি বছরের ১০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় ‘মেকআপ’। বড়পর্দায় মুক্তির তিন মাসের মধ্যে এবার সেই ‘মেকআপ’ দেখা যাবে ছোটপর্দায়। আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় আলোচিত ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের ৭ম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।
ঈদে চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ